Featured

Saturday, May 20, 2017

রূপকথার রাজকন্যা ঐশ্বরিয়া



মিডিয়া স্টারস: চলছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হচ্ছেন অন্যতম সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবে। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গতকাল (১৯ মে) এবারের আসরের লাল গালিচায় প্রথম পা রাখেন। মাইকেল সিনকোর ডিজাইনে তৈরি হালকা নীল রঙের গাউনে তাকে ডিজনির রূপকথার রাজকন্যাদের চেয়ে কোনো অংশে কম লাগছিল না।

ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার ছবি পোস্ট করে মাইকেল সিনকো ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে রূপকথার রাজকন্যার মতো লাগছে।’

১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এ অভিনেত্রী ওকজা সিনেমার প্রদর্শনীর পূর্বে লাল লাগিচায় হাঁটেন। এটি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ১৬তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি এ উৎসবে হাজির হয়েছেন।

এ বছর কান চলচ্চিত্র উৎসবটি আরো একটি কারণে ঐশ্বরিয়ার জন্য বিশেষ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এ অভিনেত্রীর দেবদাস সিনেমাটি উপস্থাপন করবেন তিনি। সিনেমাটি যে বছর মুক্তি পেয়েছিল ওই বছর সিনেমায় তার সহ-অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রচারণা করেছিলেন এ অভিনেত্রী।

কান উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে তার পাঁচ বছর বয়সি মেয়ে আরাধ্য বচ্চনও এসেছেন। গত বুধবার মেয়েকে নিয়ে মুম্বাই থেকে কানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঐশ্বরিয়া। শনিবার (২০ মে) আবারো লাল গালিচায় দেখা যাবে এ অভিনেত্রীকে।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

মা হলেন লিসা হেইডন



মিডিয়া স্টারস: মা  হলেন হাউসফুল-থ্রি সিনেমা খ্যাত অভিনেত্রী লিসা হেইডন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী।

ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিসা জানান, গত ১৭ মে তার সন্তানের জন্ম হয়েছে। এ অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জ্যাক লালভানি।

গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে গত ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন লিসা।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন





মিডিয়া স্টারস: লিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি।


সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’

৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজেমেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো।

এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।

কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।




মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/আরএন রুনা

Wednesday, May 3, 2017

ইউটিউবে সালমার ‘দরদ’ ভিডিও




মিডিয়া স্টারস:
মহান মে দিবসে ইউটিউবে প্রকাশ হয়েছে ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিক্যাল ভিডিও। গানটি অডিও প্রকাশের পর এরইমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলেছে। এবার প্রকাশ হলো এর ভিডিও।

‘কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস/ উজাড় করে বুকের পাজর’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানের ভিডিওটি নিয়ে সালমা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানের মধ্যে আরো একটি গান মে দিবসে উপলক্ষে আজ প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি ‘মন মাঝি’ গানের মত দর্শকদের কাছে ‌‘দরদ’ গানটির ভিডিওটিও জনপ্রিয় হবে।’

নতুন ফ্যাশন- ঠোঁট কমানো!




মিডিয়া স্টারস: আজকের তরুণদের দিকে তাকালে, আপনি হয়তো মনে করতে পারেন যে, তাদের স্বপ্ন, সবকিছুই ভিন্নতর সুন্দর দেখানো লাগবে।

যেমন ঠোঁটের কথাই ধরা যেতে পারে। কিছুদিন আগেও দেখা গিয়েছিল ঠোঁট পুরু দেখানোর ফ্যাশন। পুরু ঠোঁট দেখাতে কেউ সিলিকন ইনজেকশন নিচ্ছে, আবার কেউবা ম্যাট লিপস্টিক ব্যবহার করছে।

কিন্তু এই পুরু ঠোঁটের ফ্যাশন এবার পরিবর্তন হচ্ছে। উদাহারণস্বরূপ, এশিয়ার অনেক দেশেই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ঠোঁট কমানোর ফ্যাশন। অপারেশনের মাধ্যমে অনেকেই ঠোঁটের আকার হ্রাস করছে!

অনেক এশীয় তরুণ নারীরা তাদের ওপরের ঠোঁটকে ঢেউ শেপ ও চিকন হিসেবে প্রাধান্য দিতে আগ্রহী। বিশেষ অপারেশনের মাধ্যমে ওপরের ঠোঁটকে ঢেউ শেপ ও চিকন করছে। শুধু তরুণীরা নয়, তরুণদের মধ্যে এই টেন্ড গ্রহণে লক্ষ্যণীয়ভাবে উৎসাহ দেখা যাচ্ছে।

১৫ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগে এই অপারেশনে। এক সপ্তাহ পরেই নতুন ফ্যাশনেবল ঠোঁট ফুটে ওঠে মুখে। অপারেশন খরচ ২ হাজার ডলার থেকে শুরু করে ১১ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

যারা এই ট্রেন্ডে আগ্রহী তারা অবশ্য এর ব্যয়বহুলতা বিষয়টা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। পুরু ঠোঁট বা সিলিকন স্তনের মতো এটি আরেকটি রিমাইন্ডার যে, আমাদের সৌন্দর্য ধারণা অভীষ্ট নয় এবং ধ্রুবক না।

ফ্যাশন আসে এবং যায়। যেটা এখন আকর্ষণীয় মনে হয়, অন্য সময়ে বা অন্য স্থানে সেটাকে হাস্যকর বলে মনে করা হয়।

আপনি চেহারায় কোনো স্থায়ী পরিবর্তনে আগে টাকা ব্যয় সম্পর্কে চিন্তা করুন। যাতে কয়েক বছর পরে সিদ্ধান্তের জন্য দুঃখিত না হতে হয়!


এদিকে, সাম্প্রতিক সময়ে আরো একটি ফ্যাশন বেশ আলোচনার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে, নাভির সৌন্দর্য বৃদ্ধির জন্য নাভিতে প্লাস্টিক সার্জারি! এই ট্রেন্ড অবশ্য নিউ ইয়র্কে চলছে।


তথ্যসূত্র : লিফটার

মিডিয়া স্টারস অনলি/৩ মে ২০১৭/একেএ

Monday, May 1, 2017

‘সুস্মিতার কারণে সংসার ভেঙেছিল’


মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই সংসার ভেঙেছিল বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি বিক্রম ভাট এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিল। সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে। শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্কও টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এ সব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিল।

নির্মাতা বিক্রম ভাট একটি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের রসদ তিনি তার জীবন থেকেই নিয়েছেন। তবে এ বইয়ে সুস্মিতার কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন বিক্রম।


মিডিয়া স্টারস অনলি/১ মে ২০১৭/একেএ

Wednesday, April 12, 2017

অন্য নারীর জন্য কিমকে ছাড়ছেন স্বামী!




মহব্বতে
 সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী কিম শর্মা। প্রেম, বিয়েসহ বিভিন্ন কারণে অতীতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কিম শর্মার।

২০১০ সালে কেনিয়ান ব্যবসায়ী টাইকুন আলী পাঞ্জানির সঙ্গে কিমের বিয়ে হয়। এরপর গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন কিম শর্মা। এখন গুঞ্জন উঠেছে, বিয়ের সাত বছর পর অন্য এক নারীর জন্য কিম-আলীর ঘর ভাঙছে।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কিম। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সম্পূর্ণ বাজে কথা। আমি এ সকল বাজে বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

আলীকে বিয়ের আগে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ২০১০ সালে কেনিয়ার মোম্বাসায় আলীকে বিয়ে করেন এ অভিনেত্রী। মহব্বতে ছাড়াও তুমসে আচ্ছা কৌন হ্যায়, ফিদা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘রংবাজ’-এ বুবলীর পরিবর্তে অপু!



 ‘রংবাজ’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। সম্প্রতি এ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলীর নাম ঘোষণা করা হয়। তার একদিন পরই ঢালিউড কুইন অপু বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, শাকিব খানের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়েছে অপুর। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেন বুবলীও।

কিন্তু আজ মঙ্গলবার দুপুর গড়াতেই পাল্টে গেছে দৃশ্যপট। শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছেন। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, ‘রংবাজ’ সিনেমায় বুবলীর স্থানে অপু বিশ্বাস অভিনয় করবেন। এ ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনইচ্ছুক রাইজিংবিডিকে বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়া হচ্ছে। বুবলীর পরিবর্তে অপুকে নেয়া হবে। তবে অপুকে এখনো সাইনিং করানো হয়নি।’’

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। এতে শাকিব খান ও বুবলী কাজ করবেন।’’

‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু হতে কিছুদিন বিলম্ব হবে বলে সূত্রটি জানিয়েছেন। এ সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে ‍মুক্তি দেয়া হবে। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে  বলেও জানা যায়।

স্বস্তিকা-সুমনের বিচ্ছেদ?



টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পরিচালক সুমনের সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কিছুদিন ধরে খবর শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে যাচ্ছে এই জুটির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমনের ঘন-ঘন ছেলের কথা, ছেলের ছবি আপলোড করা। ‘অসমাপ্ত’ সিনেমার প্রিমিয়ার শোয়ে স্বস্তিকার অনুপস্থিতি। স্বস্তিকার দীর্ঘদিন মুম্বাই না থাকাসহ নানা যুক্তি দেখানো হচ্ছে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে।

ফেসবুকে স্বস্তিকার সঙ্গে তার এক বন্ধুর ছবি দেখে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এতে বলা হয়, ছোটবেলার এই বন্ধুর সঙ্গেই নাকি স্বস্তিকা এখন প্রেম করছেন! তারপর তাদের বিচ্ছেদের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। যদিও এতদিন এ বিষয়ে কেউ-ই মুখ খোলেননি। সম্প্রতি এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেন স্বস্তিকা-সুমন।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, তাদের বিচ্ছেদের পুরোটাই গুজব। সুমন ‘অসমাপ্ত’ সিনেমার স্ক্রিনিংয়ের জন্য এখন আমেরিকায়। তবে নিয়মিত স্বস্তিকার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। ঘনিষ্ঠ মহলে সুমন নাকি মজা করেই বলছেন, ‘আগে লোকে ঝগড়া করে বাপের বাড়ি যেত, এখন বন্ধুর বাড়ি যায়। ঝগড়া মানেই কি বিচ্ছেদ নাকি?’

মাঝে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল এ খবর সত্যি কিন্তু দুজন পরিণত মানুষের মতো তা মিটিয়েও নিয়েছেন। সাড়ে তিন বছরের এই সম্পর্কে কোথাও যে কোনো চিড় ধরেনি তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এমনকি, স্বস্তিকার বাড়িতেও এই সম্পর্ককে সহজভাবেই নেওয়া হয়েছে। ভালোবাসার খুঁটি শক্ত বলেই বিরোধ মিটেছে তাদের।

এদিকে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন স্বস্তিকা। যার কারণে কাজ ছাড়া মিডিয়ার সঙ্গে অকারণে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ এই নায়িকা। তবে এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘সুমন অন্য নায়িকাকে নিয়ে সিনেমা করতে পারে, তিনিও যেমন ভালো চরিত্র পেলে অন্য পরিচালকের সঙ্গে কাজ করেন। আর ভবিষ্যতেও করবেন। এরপরও সুমন-স্বস্তিকা সম্পর্ক নিয়ে এত জল্পনার কি আদৌ কোনো প্রয়োজন আছে?’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী স্বস্তিকার সঙ্গে বিয়ে হয়েছিল বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের। খুব অল্প বয়সে কন্যাসন্তানের মাও হয়েছিলেন তিনি। কিন্তু তার এ সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়ে থাকেন স্বস্তিকা।

এরপরই মূলত শুরু হয় স্বস্তিকার সিনেমা ক্যারিয়ার। ‘এক আকাশের নীচে’, ‘এই তো জীবন’ তারপর ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘উৎসব’-এর মধ্য দিয়ে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান স্বস্তিকা।

তবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ নিয়ে সিনেমা নির্মাণের সময় সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্বস্তিকার।

‘জয়ের মতোই আমাকে একটা বেবি দিও’



সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান আব্রাহাম খান জয়।

সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু তাদের বিয়ে, সন্তান ও সংসার নিয়ে খোলামেলা কথা বলেছেন। এবং প্রথমবারের মতো জয়কে সামনে নিয়ে আসেন অপু। এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

শাকিব-অপু দম্পতির ফুটফুটে সন্তানকে দেখে অনেকে আবেগ প্রকাশ করেছেন। বাদ যাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নিয়ে মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন: ‘‘আমি প্রতিদিন আল্লাহকে বলব, ‘তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। অত্ত মায়া, অত্ত নিষ্পাপ চোখের একটা জয় দিও।’’

শাকিব অপুর বরফ গলছে



বর্তমান সময়ের টক অব দ্য টাউন শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। এ নিয়ে জল ঘোলা কম হয়নি। গতকাল ১০ এপ্রিল সংবাদ মাধ্যমে শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর থেকে শাকিব খান সন্তান আব্রাহাম জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপুকে মানবেন না বলে জানা যায়। শাকিব আরো বলেন, অপুকে তিনি বিয়ে করেননি। এদিকে বিষয়টির সঠিক সমাধান চাচ্ছেন অপু।

তবে আশার বাণী হচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বরফ গলতে শুরু করেছে। আজ ১১ এপ্রিল অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে এমনই ঈঙ্গিত দিয়েছেন অপু। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এখন বাসা থেকে বের হবো কিন্তু বাসার নিচে মিডিয়ার গাড়ি। দেখুন আমরাও সামাজিক মানুষ। আমাদের এতটা ছোট করা উচিৎ না। আমাদেরও তো পরিবার-পরিজন রয়েছে। এজন্যই শাকিব বিয়ের কথা বলতে না করতো।’

বিয়ের বিষয়টি কি আপোস হয়ে যাবে বলে মনে করছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, হান্ড্রেড পার্সেন্ট যাবে। কেন যাবে না? সব কিছু আপোস হয়ে যাবে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এটা আমার স্বামী সন্তান ও আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে অ্যাড হয়েছে মিডিয়া। এর বাইরে আর কাউকে এসবের মধ্যে যুক্ত করতে চাই না।

গতকালের বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এমন প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, অবশ্যই পজেটিভলি দেখছি। পরিবারের মধ্যে ঝগড়া হবেই। কিন্তু আমাদের বিষয়টা মিডিয়ার মাধ্যমে হয়েছে। ঝগড়াও যেমন হয়েছে তেমনি মিলনও হবে।

এদিকে এরই মধ্যে শাকিব খানও অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, অপু আমার স্ত্রী ও আব্রাহাম খান জয় আমার সন্তান। যদিও কাল তিনি অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নেননি। যাই হোক, শেষ পর্যন্ত এমন সংবাদে খুশি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।

Tuesday, March 28, 2017

‘কুকুর চিৎকার করবেই, তাই বলে আমি কেন করব’


টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনি’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। আলোচিত এ সিনেমায় নিজেকে ভেঙে নতুন এক ঋতুকে উপস্থাপন করেছেন তিনি।

টলিউডে ‘রাজকাহিনি’ মুক্তির পর বলিউডে এই নির্মাতা নির্মাণ করেছেন ‘বেগমজান’ শিরোনামের সিনেমা। এটি ‘রাজকাহিনি’র রিমেক। এই সিনেমার ট্রেইলার প্রকাশের পর ঋতুকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়। যদিও এতদিন এ বিষয়ে তেমন কিছু বলেননি ঋতুপর্ণা সেনগুপ্ত।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ঋতুপর্ণা। এ সময় তাকে প্রশ্ন করা হয় আপনাকে নিয়ে সংবাদমাধ্যমে এত আলোচনা হলো এতে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়নি?

এমন প্রশ্নের জবাবে ঋতু বলেন, ‘কাজটা যখন মস্তিষ্ক দিয়ে না করে, হৃদয় দিয়ে করি তখন তার খেসারত দিতে হয়। এখন বেশিরভাগ অভিনয়শিল্পীরা শর্ত না রেখে কাজ করেন না। আমি কোনোদিন কৌশল অবলম্বন করিনি। আর কে কী বলছে, তা নিয়ে আমি মাথা ঘামাবই বা কেন? লোকে তো আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও বলে! আমি নিশ্চয়ই একজন গুরত্বপূর্ণ মানুষ, যার কারণে আমায় নিয়ে এত কথা হচ্ছে! দেখুন, রাস্তার কুকুর চিৎকার করবেই, তাই বলে আমি কেন চিৎকার করব! জানবেন, যত বড় নাম, তত বড় ষড়যন্ত্র।’

বর্তমানে ১৫টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা। এদিকে বাংলাদেশের একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে বলেও জানা গেছে।

বাহুবলিকে হত্যার কারণ জানালেন কাটাপ্পা


চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম পর্বের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছেন। কিন্তু কেন কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছিলেন তা নিয়ে রহস্য থেকেই গেছে। আর এর উত্তর মিলবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায়।

কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছেন তার উত্তর গত দুই বছর ধরে খুঁজছেন দর্শক। সিনেমাটি মুক্তির এখনো এক মাস বাকি। তাই কাটাপ্পা অর্থাৎ অভিনেতা সত্যরাজকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অবশ্য অনেকটা কৌশলেই এর উত্তর দিয়েছেন এ অভিনেতা। উত্তরে বুঝিয়ে দিয়েছেন প্রকৃত উত্তর জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত।

এ প্রসঙ্গে অনেকটা মজা করেই কাটাপ্পা অর্থাৎ সত্যরাজ বলেন, ‘প্রযোজক শভু ও প্রসাদ স্যার আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। আর পরিচালক রাজামৌলি আমাকে বাহুবলিকে হত্যা করতে বলেছেন, তাই আমি হত্যা করেছি। তা না হলে আমি কেন প্রভাসকে (বাহুবলি) মারতে যাব? মির্চি সিনেমার সময় থেকেই তার সঙ্গে আমার অনেক অনেক ভালো সম্পর্ক।’

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজামৌলি বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘আমি সিনেমার শেষে টুইস্ট আনার জন্য কাটাপ্পাকে বলেছিলাম বাহুবলিকে হত্যা করতে। আমি জানতাম এটি দর্শকের মধ্যে প্রভাব ফেলবে কিন্তু এতটা ফেলবে তা ভাবিনি।’

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। যা ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশিবার দেখা ও সবচেয়ে পছন্দের ট্রেইলার এটি।

এদিকে মুক্তির পর প্রায় ৬০০ কোটির উপরে ব্যবসা করেছিল বাহুবলি-দ্য বিগিনিং। সিক্যুয়েল সিনেমাটি যেন বুঝতে সুবিধা হয় এ জন্য আবারো এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

‘আমার বুক ফেটে যায়’


মঙ্গলবার (২৮ মার্চ) বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সদ্যপ্রয়াত জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজির হয়েছিলেন গুণী নির্মাতা শেখ নজরুল ইসলাম। এ নির্মাতার হাত ধরেই রূপালি পর্দায় পা রাখেন বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ।

মিজু আহমেদকে নিয়ে এ প্রতিবেদকের কাছে স্মৃতিচারণ করেন নির্মাতা শেখ নজরুল ইসলাম। রাইজিংবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

‘‘মিজু রাজনৈতিক একটি দলের সঙ্গে যুক্ত ছিল। ১৯৭৭ সালে আমার বাসার পাশে একটি মেসে থাকত মিজু। ওর সঙ্গে আরো কয়েকজন ছেলে থাকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কেবল ঢাকায় এসেছে। একদিন হঠাৎ আমার বাসায় এসে মিজু জানায়, সে সিনেমায় অভিনয় করতে চায়। আমিও তার কথায় রাজি হই। এরপর তাকে বলি, ‘শিল্পী হতে হলে নরম মনের মানুষ হতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়।’ সে আমার কথাগুলো মন দিয়ে শোনে।’’

‘‘একই বছর ‘নদের চাঁদ’ সিনেমার শুটিংয়ের জন্য মানিকগঞ্জে গিয়েছিলাম। এতে এটিএম শামসুজ্জামানের ছেলের চরিত্রে অভিনয় করতে দেয়া হয় মিজুকে। যদিও ‘তৃষ্ণা’ সিনেমাটি তার আগে মুক্তি পায়। শুটিংয়ের সময় চার পাঁচদিন প্রচুর বৃষ্টি হয়। এজন্য শুটিং বন্ধ থাকে। প্রযোজকের কাছে টাকা ছিল না। এজন্য শুটিং তাড়াতাড়ি শেষ করতে পারলেই বেঁচে যায়। যার জন্য প্রযোজকও তাড়া দিচ্ছিল। এক সময় প্রযোজক আমাকে বলেন, ‘ওদের বসায় বসায় খাওয়াই লাভ নাই, ওদের বিদায় করে দাও।’ সুমিতা দেবী, এটিম শামসুজ্জামান, সুচরিতা সবাই ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে। কিন্তু মিজু ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে না। এমন মুহূর্তে মিজু কেঁদে ফেলে। এবং আমাকে জড়িয়ে ধরে বলে, ‘আমি আর পারব না মনে হয়।’ আমি ওর মাথায় হাত দিয়ে শান্তনা দিই এবং বলি, ‘তুমি পারবে।’ এরপর এক টেকেই পেরে যায় মিজু। ও ওস্তাদ হিসেবে আমাকে খুব মানত। আর অভিনয় করতে গিয়ে কখনো কোনো পরিচালককে অবজ্ঞা করত না। ও শিক্ষিত ছেলে বলে খুব সহজেই বুঝে যেত কিভাবে অভিনয় করতে হবে। এ সিনেমার পর ‘এতিম’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’সহ প্রায় আমার পরিচালিত ৪০টি সিনেমায় অভিনয় করে মিজু। ২০০৯ সালে জুনে মুক্তি পায় ‘মা বড় না বউ বড়’ শিরোনামের সিনেমাটি। এটিই মিজুকে নিয়ে আমার শেষ কাজ। এরপর আমিও আর সিনেমা নির্মাণ করিনি। গত তিন মাস আমার সঙ্গে ওর দেখা হয়নি। ভিলেন হিসেবে অভিনয় করলেও ওর মনটা খুব নরম ছিল।’’

‘‘আমি এক সময় মিজুকে বললাম, ‘অভিনয়ের সূত্রপাত হলো স্ক্রিপ্ট। তাই স্ক্রিপ্ট করার সময় আমার পাশে মিজুকে বসিয়ে নিতাম। বলতাম, ‘এক সময় তুমিও পরিচালক হবে। চিত্রনাট্য নিয়ে অভিজ্ঞতা থাকা ভালো।’ মিজু প্রতিদিন সকাল ১০ টায় আমার বাসায় বসত। এ সময় মিঠুন, সুমন, ফিরোজ, এম হাসানও আমার বাসায় বসত। ওরা নিজে থেকেই ওর ভাবিকে বলত, ‘কালকে কিন্তু ভুনা খিচুরী খাব, এটা খাব ওটা খাব।’ ওরা আমার সন্তানের মতো ছিল। ওদের কথা মনে করলে আমার বুক ফেটে যায়। আমার এই তিন ছেলেকে আমি জানাজা দিলাম।’

মুখোমুখি শাহরুখ-অক্ষয়


বছরের শুরুতেই বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশানের কাবিল। এবার মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার ও শাহরুখ খান।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ আগস্ট বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অক্ষয় কুমার ও ভূমি পেনেকার অভিনীত সিনেমা টয়লেট-এক প্রেম কথা, শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা দ্য রিং। যদিও ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটির নাম পরিবর্তন করে রেহনুমা রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। 

শাহরুখ খান অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ অনেক আগেই নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে অক্ষয় অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ মঙ্গলবার (২৮ মার্চ) জানানো হয়। যদিও সিনেমাটি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১১ আগস্ট করা হয়েছে।

এর আগে অক্ষয় অভিনীত ক্র্যাক সিনেমাটির সঙ্গে শাহরুখের এ সিনেমাটির বক্স অফিস লড়াইয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু ক্র্যাক সিনেমাটি পিছিয়ে গেলে ওই দিনে টয়লেট-এক প্রেম কথা মুক্তির সিদ্ধান্ত নেন অক্ষয় ও সিনেমার নির্মাতারা।

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হবেন অক্ষয় ও শাহরুখ। এর আগে ২০১২ সালে শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ও অক্ষয় কুমারের ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। দেখা যাক এবার তারা মুখোমুখি হন কিনা।

Sunday, March 26, 2017

ব্যবসায় নামলেন মিষ্টি


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আগামী ২১ এপ্রিল মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি।

রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ (দোকান নং  :৩৬৭) নামের ফ্যাশন হাউস খুলেছেন তিনি। গতকাল ২৪ মার্চ ‘তুই আমার’ সিনেমার পোস্টারের মোড়ক উন্মোচন ও এ ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অমৃতা, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন, ফারুক মজুমদারসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা।




এ সময় মিশা সওদাগর বলেন, “অনেক শিল্পীদের বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়। কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয় তাই প্রত্যেক শিল্পীদের ব্যবসা করা উচিৎ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে এটা কম দেখা যাচ্ছে। মিষ্টি নিজে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করছি।”
চিত্রনায়ক রিয়াজ বলেন, “আমি অভিনেতা ছাড়াও একজন ব্যবসায়ী। আমার ‘ফুড টোয়েন্টিফোর টুগেদার’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে। শিল্পী পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে পরিচিতি পাওয়া দোষের কিছু নয়। আমি ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করি।”

মিষ্টি জান্নাত বলেন, “ রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে ‘জান্নাত এক্সপ্রেস’-এ। খুব শিগগিরই ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও ‘জান্নাত এক্সপ্রেস’র শাখা চালু হবে।”

সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া সম্প্রতি তার তামিল সিনেমার শুটিং করে দেশে ফিরেছেন মিষ্টি। ‘রংবাজ খিলাড়ি’শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছেন সত্যপ্রকাশ। এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। তাছাড়া ওপার বাংলার সূর্য্যের বিপরীতে ‘তুই আমার রানী’, সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’শিরোনামের সিনেমাগুলোর শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’  চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates