Saturday, May 20, 2017

রূপকথার রাজকন্যা ঐশ্বরিয়া

Aishwarya_Rai


মিডিয়া স্টারস: চলছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হচ্ছেন অন্যতম সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবে। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গতকাল (১৯ মে) এবারের আসরের লাল গালিচায় প্রথম পা রাখেন। মাইকেল সিনকোর ডিজাইনে তৈরি হালকা নীল রঙের গাউনে তাকে ডিজনির রূপকথার রাজকন্যাদের চেয়ে কোনো অংশে কম লাগছিল না।

ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার ছবি পোস্ট করে মাইকেল সিনকো ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে রূপকথার রাজকন্যার মতো লাগছে।’

১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এ অভিনেত্রী ওকজা সিনেমার প্রদর্শনীর পূর্বে লাল লাগিচায় হাঁটেন। এটি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ১৬তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি এ উৎসবে হাজির হয়েছেন।

এ বছর কান চলচ্চিত্র উৎসবটি আরো একটি কারণে ঐশ্বরিয়ার জন্য বিশেষ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এ অভিনেত্রীর দেবদাস সিনেমাটি উপস্থাপন করবেন তিনি। সিনেমাটি যে বছর মুক্তি পেয়েছিল ওই বছর সিনেমায় তার সহ-অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রচারণা করেছিলেন এ অভিনেত্রী।

কান উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে তার পাঁচ বছর বয়সি মেয়ে আরাধ্য বচ্চনও এসেছেন। গত বুধবার মেয়েকে নিয়ে মুম্বাই থেকে কানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঐশ্বরিয়া। শনিবার (২০ মে) আবারো লাল গালিচায় দেখা যাবে এ অভিনেত্রীকে।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

মা হলেন লিসা হেইডন

Lisa_Haydon


মিডিয়া স্টারস: মা  হলেন হাউসফুল-থ্রি সিনেমা খ্যাত অভিনেত্রী লিসা হেইডন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী।

ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিসা জানান, গত ১৭ মে তার সন্তানের জন্ম হয়েছে। এ অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জ্যাক লালভানি।

গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে গত ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন লিসা।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন

Priyanka_Chopra_Caroline




মিডিয়া স্টারস: লিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি।


সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’

৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজেমেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো।

এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।

কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।




মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/আরএন রুনা

Wednesday, May 3, 2017

ইউটিউবে সালমার ‘দরদ’ ভিডিও

Dorod



মিডিয়া স্টারস:
মহান মে দিবসে ইউটিউবে প্রকাশ হয়েছে ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিক্যাল ভিডিও। গানটি অডিও প্রকাশের পর এরইমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলেছে। এবার প্রকাশ হলো এর ভিডিও।

‘কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস/ উজাড় করে বুকের পাজর’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানের ভিডিওটি নিয়ে সালমা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানের মধ্যে আরো একটি গান মে দিবসে উপলক্ষে আজ প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি ‘মন মাঝি’ গানের মত দর্শকদের কাছে ‌‘দরদ’ গানটির ভিডিওটিও জনপ্রিয় হবে।’

নতুন ফ্যাশন- ঠোঁট কমানো!

Lip_Toop



মিডিয়া স্টারস: আজকের তরুণদের দিকে তাকালে, আপনি হয়তো মনে করতে পারেন যে, তাদের স্বপ্ন, সবকিছুই ভিন্নতর সুন্দর দেখানো লাগবে।

যেমন ঠোঁটের কথাই ধরা যেতে পারে। কিছুদিন আগেও দেখা গিয়েছিল ঠোঁট পুরু দেখানোর ফ্যাশন। পুরু ঠোঁট দেখাতে কেউ সিলিকন ইনজেকশন নিচ্ছে, আবার কেউবা ম্যাট লিপস্টিক ব্যবহার করছে।

কিন্তু এই পুরু ঠোঁটের ফ্যাশন এবার পরিবর্তন হচ্ছে। উদাহারণস্বরূপ, এশিয়ার অনেক দেশেই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ঠোঁট কমানোর ফ্যাশন। অপারেশনের মাধ্যমে অনেকেই ঠোঁটের আকার হ্রাস করছে!

অনেক এশীয় তরুণ নারীরা তাদের ওপরের ঠোঁটকে ঢেউ শেপ ও চিকন হিসেবে প্রাধান্য দিতে আগ্রহী। বিশেষ অপারেশনের মাধ্যমে ওপরের ঠোঁটকে ঢেউ শেপ ও চিকন করছে। শুধু তরুণীরা নয়, তরুণদের মধ্যে এই টেন্ড গ্রহণে লক্ষ্যণীয়ভাবে উৎসাহ দেখা যাচ্ছে।
Lip_1
১৫ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগে এই অপারেশনে। এক সপ্তাহ পরেই নতুন ফ্যাশনেবল ঠোঁট ফুটে ওঠে মুখে। অপারেশন খরচ ২ হাজার ডলার থেকে শুরু করে ১১ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

যারা এই ট্রেন্ডে আগ্রহী তারা অবশ্য এর ব্যয়বহুলতা বিষয়টা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। পুরু ঠোঁট বা সিলিকন স্তনের মতো এটি আরেকটি রিমাইন্ডার যে, আমাদের সৌন্দর্য ধারণা অভীষ্ট নয় এবং ধ্রুবক না।

ফ্যাশন আসে এবং যায়। যেটা এখন আকর্ষণীয় মনে হয়, অন্য সময়ে বা অন্য স্থানে সেটাকে হাস্যকর বলে মনে করা হয়।

আপনি চেহারায় কোনো স্থায়ী পরিবর্তনে আগে টাকা ব্যয় সম্পর্কে চিন্তা করুন। যাতে কয়েক বছর পরে সিদ্ধান্তের জন্য দুঃখিত না হতে হয়!
Lip_2

এদিকে, সাম্প্রতিক সময়ে আরো একটি ফ্যাশন বেশ আলোচনার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে, নাভির সৌন্দর্য বৃদ্ধির জন্য নাভিতে প্লাস্টিক সার্জারি! এই ট্রেন্ড অবশ্য নিউ ইয়র্কে চলছে।


তথ্যসূত্র : লিফটার

মিডিয়া স্টারস অনলি/৩ মে ২০১৭/একেএ

Monday, May 1, 2017

‘সুস্মিতার কারণে সংসার ভেঙেছিল’

sushmita

মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই সংসার ভেঙেছিল বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি বিক্রম ভাট এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিল। সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে। শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্কও টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এ সব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিল।

নির্মাতা বিক্রম ভাট একটি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের রসদ তিনি তার জীবন থেকেই নিয়েছেন। তবে এ বইয়ে সুস্মিতার কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন বিক্রম।


মিডিয়া স্টারস অনলি/১ মে ২০১৭/একেএ
Copyright © 2015 মিডিয়া স্টারস | Distributed By Gooyaabi Templates