Saturday, May 20, 2017

মা হলেন লিসা হেইডন



মিডিয়া স্টারস: মা  হলেন হাউসফুল-থ্রি সিনেমা খ্যাত অভিনেত্রী লিসা হেইডন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী।

ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিসা জানান, গত ১৭ মে তার সন্তানের জন্ম হয়েছে। এ অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জ্যাক লালভানি।

গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে গত ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন লিসা।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates