Featured

Tuesday, February 28, 2017

‘তোমাকে ঘৃণা করি রাজ দা’


 টলিউডের গুণী নির্মাতা রাজ চক্রবর্তী। তার হাত ধরেই চ্যাম্প চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে দেবের কথিত প্রেমিকা রুক্মিনি মৈত্রর। কিন্তু অভিষেকে সিনেমার নির্মাতাকেই ঘৃণা করেন এই অভিনেত্রী!

রাজকে সত্যি ঘৃণা করেন রুক্মিনি তবে সে ঘৃণা ভালোবাসা জড়ানো। চ্যাম্প সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে সিনেমাটির ডাবিংয়ের কাজ।

সম্প্রতি ডাবিংয়ে অংশ নেয় রুক্মিনি। এ সময় রুক্মিনিকে না জানিয়ে ভিডিও ধারণ করেন রাজ। আর এই ভিডিওটি রাজ তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, ‘মাই গড এটা কি হচ্ছে? রুক্মিনি আমাকে বলো না! এটা চ্যাম্প সিনেমার ডাবিং?’

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রুক্মিনির পরনে জিন্স আর শার্ট। একটি স্টুডিওতে হেডফোন কানে দিয়ে মনের আনন্দে নেচে যাচ্ছেন তিনি। কোনো কিছুতেই যেন তার কেয়ার নেই। নাচের তালে তালে তিনি বলছেন, ‘শিবাজি শিবাজি, শিবাজি শিবাজি, শিবাজি শিবাজি..।’

এরপর পোস্টে পড়তে থাকে লাইক কমেন্টস। রাজ ও রুক্মিনির সঙ্গে যোগ দেন দেব। জমে উঠে আড্ডা র শব্দের ঝড়। এক পর্যায়ে মজা করে রুক্মিনি লিখেন, ‘আমাকে বলবে না তুমি একটি গোপন ভিডিও টুইট করেছো! আমি তোমাকে ঘৃণা করি রাজ দা! ঘৃণা….!’

রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’ সিনেমায় দেবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন রুক্মিনি। সিনেমাটি প্রযোজনাও করছেন দেব।

বলিউড অ্যাওয়ার্ডের ওপর নওয়াজউদ্দিনের ক্ষোভ


গত ৬ জানুয়ারি পরলোক গমন করেন বলিউডের প্রবীণ অভিনেতা ওম পুরি। গত ২৬ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারি সকাল) অনুষ্ঠিত ৮৯তম অস্কার আসরে স্মরণ করা হয় এ অভিনেতাকে।

কিন্তু বলিউডের অ্যাওয়ার্ড সিজনে স্মরণ করা হয়নি ওম পুরিকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে নওয়াজউদ্দিন সিদ্দিকী লিখেছেন, ‘মৃত ওম পুরিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সম্মান জানানো হয়েছে কিন্তু বলিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কেউ তার অবদান সম্পর্কে একটি শব্দও বলেননি, লজ্জা।’

ওম রাজেশ পুরির জন্ম ১৯৫০ সালে। তিন দশকেরও বেশি সময় বলিউডে কাজ করেছেন তিনি। সানি দেওলের ঘায়েল রিটার্নস সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এ ছাড়া ২০১৬ সালের ব্যবসাসফল সিনেমা দ্য জঙ্গল বুক-এর হিন্দি সংস্করণে বাঘিরা চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। মৃত্যুর আগে গুরিন্দর চন্দ্র পরিচালিত ভাইসরয়’স হাউস সিনেমার শুটিং করছিলেন তিনি। অর্ধসত্য, জানি ভাই দোইয়ারো ও পার সিনেমায় অসাধারণ অভিনয়ের বদৌলতে ব্যাপক জনপ্রিয়তা পান ওম পুরি।


ভারতীয়, পাকিস্তানি, ব্রিটিশ এমনকি হলিউডের মূল ধারার সিনেমায় অভিনয় করেছেন ওম পুরি। ঘাসিরাম কোতয়াল শিরোনামের একটি মারাঠি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে মাই সন দ্য ফ্যানাটিক, ইস্ট ইজ ইস্ট এবং দ্য প্যারোল অফিসার’র মতো ব্রিটিশ সিনেমায় অভিনয় করেছেন ওম পুরি। এ ছাড়া সিটি অব জয়, উলফ, দ্য গোস্ট অ্যান্ড ডার্কনেস শিরোনামের হলিউড সিনেমায় দেখা গেছে তাকে।

প্রভাস-কঙ্গনার মনোমালিন্য


বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অন্যদিকে দক্ষিণের রেবেল খ্যাত অভিনেতা প্রভাস। ২০০৯ সালে এ দুজন জুটি বেঁধেছিলেন এক নিরঞ্জন সিনেমায়। এতে কঙ্গনার চরিত্রের নাম ছিল সামিরা। কিন্তু শুটিংয়ের পর তাদের মধ্যে ঝগড়া হয়, এর পর থেকে পরস্পরের সঙ্গে কথাও বলেন না তারা।

সম্প্রতি রেঙ্গুন সিনেমার প্রচারণার জন্য হায়দরাবাদ গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই সাংবাদিকদের কথাগুলো বলেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘এক নিরঞ্জন সিনেমার শুটিংয়ে আমি ও প্রভাস অনেক ঝগড়া করতাম (হাসি)। সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় আমাদের মধ্যে অনেক বড় ধরনের ঝগড়া হয়, তারপর থেকে আমরা কেউ কারো সঙ্গে কথা বলি না। সিনেমার শুটিংয়ের পর প্রভাসের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেকদিন পর আমি তার বাহুবলি সিনেমাটি দেখি এবং অবাক হয়ে যাই কারণ তিনি খুব ভালো অভিনয় করেছেন। আমি তার ব্যাপারে খুবই আনন্দিত এবং আশা করছি, আমার ক্যারিয়ার দেখে তিনিও খুশি হবেন।’

গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা রেঙ্গুন। বিশাল ভরদ্বাজ অভিনীত সিনেমাটিতে আরো রয়েছেন শহিদ কাপুর ও সাইফ আলী খান। সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হলেও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন কঙ্গনা। অন্যদিকে প্রভাস অভিনীত বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায়। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি আগামী ২৮ এপ্রিল মুক্তির কথা রয়েছে।

‘মা রাজি থাকলে আরেকটা বিয়ে দিতাম’


অভিনেত্রী সোহিনী সরকার। টলিউডের বেশ পরিচিত মুখ তিনি। ‘ফড়িং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। গুণী নির্মাতা সৃজিত মুখার্জির  আলোচিত সিনেমা ‘রাজকাহিনি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে একজন স্বাধীনচেতা নারী তিনি। প্রেম ভালোবাসা নিয়ে বরাবরই খোলামেলা কথা বলে থাকেন এই অভিনেত্রী। এক সময় লিভ টুগেটার করতেন সে খবরও কারো অজানা নয়।

এদিকে সোহিনীর বাবা-মা’র বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারা এখন আলাদা থাকেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেছেন সোহিনী। এ আলাপচারিতায় তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে সোহিনীকে প্রশ্ন করা হয়।

প্রশ্নের জবাবে সোহিনী বলেন, ‘বাবা-মার বিয়েটা করাই উচিৎ হয়নি। এতে সোহিনী সরকার জন্ম নিতো না। এটা মানা যায় কিন্তু ওদের দুজনের জীবনটা তো বাঁচত। আমার মা রাজি থাকলে তাকে আরেকটা বিয়ে দিতাম।’

ভাসমান গ্রাম! (ভিডিও)



লেক বকোডি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহর থেকে প্রায় ৮০ মাইল পশ্চিমে অবস্থিত বকোডি গ্রাম। সেই গ্রামেই লেক বকোডির অস্তিত্ব। এটি একটি কৃত্রিম লেক, যা ১৯৬১ সালে গড়ে তোলে দেশটির বিখ্যাত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ওরোজলানি থার্মাল পাওয়ার কোম্পানি’।

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সেখানে গড়ে তোলে একটি বিদ্যুৎকেন্দ্র, যার কাজ ছিল লেক থেকে ঠান্ডা পানি কারখানায় টেনে এনে তা গরম করে পুনরায় লেকে ফেরত পাঠানো। উদ্দেশ্য, প্রচণ্ড শীতল এই লেকের পানি যেন কখনো জমে বরফ হয়ে না যায়। এমনকি শীতকালেও নয়।

মাত্র কয়েক বছরের মধ্যে লেকটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে মাছ ধরার ক্ষেত্র হিসেবে। যারা মাছ ধরতে ভালোবাসেন তারা সেখানে গিয়ে দীর্ঘ সময় ধরে মাছ শিকার করতেন।


অল্প কিছুদিনের মধ্যেই স্থানীয়রা এই লেকের পানির মধ্যে গড়ে তোলেন ছোট ছোট কিছু ভাসমান কাঠের নীড়, যা অত্যন্ত আড়ম্বরপূর্ণ। এসব ঘরে যাতায়াতের জন্য তারা দীর্ঘ কাঠের রাস্তাও তৈরি করেন। ক্রমেই এটি হয়ে ওঠে একটি ভাসমান গ্রাম।

ভাসমান বাড়িঘরের কারণে প্রত্যন্ত অঞ্চলের এই লেকটি খুব অল্প সময়ে অত্যন্ত দর্শনীয় হয়ে ওঠে। ইন্টারনেটের সুবাদে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এর ‌সৌন্দর্য। ক্রমেই বাড়তে থাকে বিদেশি পর্যটক ও ফটোগ্রাফারদের ভিড়। স্থানীয়দের কাছে এটি হয়ে ওঠে বাড়তি আয়ের একটি উৎস।

কিন্তু ২০১৫ সালে এই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেয় ওরোজলানি থার্মাল পাওয়ার কোম্পানি। ফলে এই লেকের পানি আর স্বাভাবিক তাপমাত্রায় থাকে না, ঠান্ডায় জমে যায়। বর্তমানে যা মারাত্মকভাবে প্রভাব ফেলছে এই ‌পর্যটন শিল্পের ওপর।

Monday, February 27, 2017

গোলাপ ও প্রভার গল্প


‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাদিয়া জাহান প্রভা। এদিকে অভিনেতা সাঈদ বাবুর স্টেশনারীর দোকান। সঙ্গে ফুলও বিক্রি করেন তিনি। প্রভা হঠাৎ করেই এই দোকান থেকে প্রতিদিন একটি করে গোলাপ ফুল কিনতে শুরু করেন। এতে বাবু খুব চিন্তিত হয়ে পড়েন। কারণ বাবু প্রভাকে ভালোবাসে তবে কখনো মুখে বলেনি।’ রাইজিংবিডিকে এভাবেই কথাগুলো বলেন নাট্যকার সাজিন আহমেদ বাবু।

‘পুষ্প’ শিরোনামের একক নাটকের গল্পে এমন দৃশ্য দেখা যাবে। নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু। পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও বাবু।

প্রতিদিন প্রভার গোলাপ কেনার কারণে বেশ আহত হতে থাকেন বাবু। তারপর নাটকের গল্পে কি ঘটে সেই প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু বলেন, ‘তখন বাবু ভাবেন, প্রভা হয়তো অন্য কাউকে ভালোবাসে এবং তাকেই প্রতিদিন ফুল দেয়। তাই কোনো পথ না পেয়ে প্রভার কাছে গোলাপ বিক্রি করা বন্ধ করে দেয় বাবু। ফুল বিক্রি বন্ধ করায় বাবুকে মারধর করে প্রভা। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। আর পরের দৃশ্য দেখার জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখুন।’

সাঈদ বাবু-প্রভা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, ইকরাম, এমিলা হক। গত ২০-২১ ফেব্রুয়ারি নগরীর উত্তরা, ডিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

টম ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এ নাটকটি আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে বলেও জানান সাজিন।

সবজিখোর শ্রুতি


ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয় গুণের পাশাপাশি রূপের মুগ্ধতাও কম ছড়াননি তিনি। তাই শরীরের প্রতি একটু বেশি যত্নবান এই অভিনেত্রী। শরীর ফিট রাখার জন্য কিছুদিন ধরে ভেজিটেরিয়ান হয়েছেন শ্রুতি।

সম্প্রতি শ্রুতি তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ তথ্য জানান। টুইটে শ্রুতি লিখেন, ‘আমি গত চার মাস ধরে ভেজিটেরিয়ান। এবং দুগ্ধ জাতীয় খাবার খাচ্ছি না। এই সিদ্ধান্তটি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।’

শ্রুতি শুধু নিজে ভেজিটেরিয়ান হয়েছেন তাই নয় বরং কাছের ও প্রিয় মানুষদেরকেও ভেজিটেরিয়ান লাইফ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান।

ফিরছেন রানী মুখার্জি!


বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ২০১৪ সালে সর্বশেষ ‘মারদানি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। ওই বছরই নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানী। ২০১৫ সালের ডিসেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে আদিরা নামের কন্যা সন্তান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক খবরে বলা  হয়েছে, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রানী। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ভারতের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অবশেষে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন গুণী অভিনেত্রী রানী মুখার্জি। এতে প্রতিবন্ধী এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে এ সিনেমায় ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এই নির্মাতা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি তারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরপর আদিত্যর সঙ্গে সাক্ষাৎ করেন সিদ্ধার্থ মালহোত্রা। আদিত্য তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন। তবে তিনি শর্ত  দিয়েছেন, সিনেমাটি নারী কেন্দ্রিক হতে হবে। আর এই চরিত্রটি রূপায়ন করবেন রানী মুখার্জি।

সিনেমাটির নাম ‘হিচকি’। রানী যে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেই মেয়েটি বিরল রোগে আক্রান্ত। যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। সে কথা বলার সময় চিৎকার এবং লাফালাফি করে। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অভিনেত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির মূল আসামি গ্রেপ্তার


সম্প্রতি চলন্ত গাড়িতে অপহরণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন মালায়ালাম অভিনেত্রী ভাবনা।  এ ঘটনায় ভাবনার গাড়িচালক মার্টিনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ।  তবে মূল আসামি সুনীল কুমার পলাতক ছিল।

অবশেষে সুনীল কুমারকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা পুলিশ।  ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে কেরালা পুলিশ প্রধান লোকনাথ বলেন, ‘আমি আগেই বলেছিলাম- তদন্ত কোনো জাদুর কাঠি নয়, অভিযুক্তকে গ্রেপ্তার করতে কখনো কখনো সময় লাগে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং অবশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ’

এ বিষয়ে এর চেয়ে বেশি তথ্য দিতে অসম্মতি জানান পুলিশ প্রধান লোকনাথ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শুটিং শেষে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ৯টা সময় এরনাকুলামের আথানি নামক স্থানে ভাবনার গাড়িতে জোর করে প্রবেশ করে একদল ব্যক্তি। এরপর তার গাড়িতেই অপহরণ করা হয় এ অভিনেত্রীকে এবং তার শ্লীলতাহানি করা হয়। দুর্বৃত্তরা এই অভিনেত্রীর ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন।

এরপর অভিনেত্রীকে এক ঘণ্টার মতো গাড়িতে বন্দি রাখা হয় এবং গাড়িটি শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চালানো হয়। পরবর্তী সময়ে গাড়িটি পালারিভাত্তম নামক জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা অন্য একটি গাড়িতে উঠে পালিয়ে যায়।

এরপর অভিনেত্রী ভাবনা মালায়লাম পরিচালক লালের বাড়িতে যান এবং এ ব্যাপারে পুলিশের কাছে মামলা দায়ের করার জন্য তার সাহায্য চান।  এ ঘটনায় অপহরণ ও শ্লীলতাহানির মামলা গ্রহণ করে পুলিশ।

১৬ বছর বয়স থেকে অভিনয় করছেন ভাবনা। এ পর্যন্ত প্রায় ৭৬টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। তামিল ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘একঘেয়ে দেব নিয়ে ঝুলোঝুলি কতকাল’


অভিনয় ক্যারিয়ারের ১৫ বছর পেরিয়ে গেছে টলিউড অভিনেতা জিতের। দুই বাংলাতেই রয়েছে তার অসংখ্য ভক্ত। টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেতা দেব। জিতের পর ইন্ডাস্ট্রিতে দেব পা রাখলেও দুই বাংলায় তারও জনপ্রিয়তা কম নয়।

এই দুই অভিনেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভালো। কিন্তু তার ভক্তদের মধ্যে রয়েছে ঘোর বিরোধিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ মেললে তার প্রমাণ মেলে। কখনো কখনো তাদের ভক্তরা চূড়ান্ত আকারের ঝগড়ায় লিপ্ত হন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে জিৎ-দেবের ব্যক্তিগত সম্পর্ক সত্যি কি ভালো না লোক দেখানো।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এ সময় তাকে প্রশ্ন করা হয় দেব আর আপনার ঝগড়াটা কি লোক-দেখানো? উত্তরে জিৎ বলেন, ‘যখন অভিনয় শুরু করেছিলাম তখন আমাকে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎচ্যাটার্জির সঙ্গে তুলনা করা হতো। এখন দেবের সঙ্গে। আমি জানি না, ভবিষ্যতে আর কার কার সঙ্গে তুলনা করা হবে। কিন্তু একটা কথা বলি, সাংবাদিকদেরও এবার একটু পরিণত প্রশ্ন করা উচিত। এই একঘেয়ে দেব নিয়ে ঝুলোঝুলি আর কত কাল, বলতে পারেন?’

২০০২ সালে সাথী সিনেমার মাধ্যমে চলচ্চিঙ্গনে পা রাখেন জিৎ। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- বস, বাদশা দ্য ডন, আওয়ারা, বচ্চন, গেম, অভিমান, পাওয়ার, বেশ করেছি প্রেম করেছি, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতি।

এদিকে ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- চাঁদের পাহাড়, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, বুনো হাঁস, যোদ্ধা, আরশীনগর, আই লাভ ইউ, মন মানে না প্রভৃতি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যে নির্মাতারা


প্রতিদিন খবরের পাতা খুললেই দেখা মেলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারায়। সড়ক দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনের একটি ভয়াবহ অভিশাপ। অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অনেকে।

কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত ‘মাটির ময়না’ খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মামলার রায় ঘোষণা করা হয়। এতে বাস চালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালের ১৩ আগস্ট নির্মিতব্য চলচ্চিত্র  ‘কাগজের ফুল’-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। শুধু তারেক মাসুদই নয় এর আগেও সিনেমার শুটিং লোকেশন দেখে ফেরার পথে মারা গিয়েছেন কয়েকজন গুণী নির্মাতা।

‘সাত ভাই চম্পা’ খ্যাত নির্মাতা দীলিপ সোম ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে সিনেমার লোকেশন দেখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ‘তোমার জন্য ভালোবাসা’ শিরোনামের সিনেমার লোকেশন দেখে সিলেটে থেকে ফেরার পথে সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ তিনি।

তিনি চলচ্চিত্র নির্মাতা আলি মনসুরের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি খান আতা’র সহকারী পরিচালকের কাজ করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাত ভাই চম্পা’। এছাড়া তিনি ‘স্মৃতি তুমি বেদনা’, ‘আলো তুমি আলোয়’, ‘চিরদিনের সাথী’, ‘মহামিলন’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন।

‘সীমানা পেরিয়ে’ খ্যাত নির্মাতা আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন। বগুড়া জেলায় চলচ্চিত্র বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর কবির ১৯৭৩ সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’। এরপর ১৯৭৫ সালে ‘সূর্য কন্যা’, ১৯৭৭ সালে ‘সীমানা পেরিয়ে’, ১৯৭৯ সালে ‘রূপালী সৈকতে’, ১৯৮২ সালে ‘মোহনা’ ১৯৮৪ সালে ‘পরিণীতা’ ১৯৮৫ সালে সপ্তম ও সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মহানায়ক’ নির্মাণ করেন তিনি। এছাড়াও নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নির্মাতা।

‘গহীনে শব্দ’খ্যাত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ২০১৬ সালে ৭ মার্চ রাস্তায় গাছ চাপা পড়ে নিহত হন। রাজধানীর ধানমন্ডির চার নম্বর রোড থেকে রিকশা যোগে যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছ তার রিক্সার উপর ভেঙে পড়ে। তারপর এ চলচ্চিত্র নির্মাতাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠু। শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

Sunday, February 26, 2017

৮৯তম অস্কারের টুকিটাকি


ফিরে এসেছে বিশ্ব চলচ্চিত্রের তারকাদের আনন্দের ভেলায় ভাসার সময়। কারণ  ২৬ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসছে আলো ঝলমলে বিনোদন দুনিয়ায় তারকাদের কাজের সবচেয়ে বড় স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মূল আসর। তাই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে তাদের ভক্তকূল; সবার দৃষ্টি অস্কার আসরের দিকে।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন ‘অস্কার’র ৮৯তম আসর। আসন্ন এ মহোৎসবকে সামনে রেখে এবারের অস্কারের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো এ প্রতিবেদন।

উপস্থাপক :
অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। এবারই প্রথম অস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হবেন তিনি। অস্কার মঞ্চে প্রথমবার হাজির হলেও জিমি কিমেলের ঝুলিতে রয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরের অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা। গত বছর ৮৮তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন কমেডিয়ান ক্রিস রক, অ্যালেন ডিজেনারেস এবং নীল প্যাট্রিক হ্যারিস।  কিন্ত গত কয়েক বছরের অস্কারের ইতিহাসে সর্বনিম্ন টিভি রেটিং পায় এ আয়োজন। ফলে অস্কার কমিটি এবার এই গুরু দায়িত্ব দিয়েছেন জিমি কিমেলকে।

অস্কারের দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলো:
এবারের ৮৯তম অস্কারে ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি যা জেমস ক্যামেরনের ১৪ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ছুঁয়ে দিয়েছে। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে কল্প-বিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে হ্যাকস রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি। আর চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফেন্সেস’ ও ‘হেল অর হাই’।

অস্কারের দৌড়ে এগিয়ে থাকা তারকারা :
মনোনয়নের পর থেকে পুরস্কার বিতরণের আগ পর্যন্ত কারা কারা পেতে পারেন পুরস্কার তা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। আসুন এক নজরে চোখ বুলিয়ে নেই কাদের হাতে উঠতে পারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে  সম্মানিত এই পুরস্কার।

মনোনীত হওয়াদের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে রয়েছেন রায়ান গসলিং (লা লা ল্যান্ড), কেসেই অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকস রিজ), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।

শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন এমা স্টোন (লা লা ল্যান্ড), ইসাবেল হুপার্ট (এলে), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)।

শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে মাহেরশালা আলি (মুনলাইট), দেব প্যাটেল (লায়ন), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমালস)।

শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি), ভিয়োলা ডেভিস (ফেন্সেস), নিকোল কিডম্যান (লায়ন), নাওমি হ্যারিস (মুনলাইট), অক্টেভিয়া স্পেনসার (হিডেন ফিগারস)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যারা :
অস্কারের দীর্ঘদিনের প্রথা অনুসারে বিগত আসরের পুরস্কার বিজয়ী তারকারাই চলতি আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সুতরাং ৮৮তম আসরের বিজয়ী তারকা  লিওনার্দো দ্য ক্যাপ্রিও,  ব্রি লারসন, আলিসা ভিকানদার এবং মার্ক রেলান্স থাকবেন এবারের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য। এছাড়া এবারো অস্কার মঞ্চে আলো ছড়াবেন হ্যালি বেরি, ক্রিস ইভান্স, শার্লে ম্যাক্লেইনের মতো তারকারা।

অস্কার মঞ্চ মাতাবেন যারা :
৮৯তম অস্কার মঞ্চ মাতাবেন বিশ্ব সংগীতের এক ঝাঁক নক্ষত্র। লিন-ম্যানুয়েল মিরান্ডা, জন লেজেন্ড, স্টিং ও জাস্টিন টিম্বারলেকের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াবেন অস্কার মঞ্চ। এবারের আসরে মনোনয়ন পাওয়া পাঁচটি গান গাইবেন তারা। জন লেজেন্ড গাইবেন ‘লা লা ল্যান্ড’ সিনেমাতে গাওয়া ‘স্টার্ট এ ফায়ার’।  ‘মোয়ানা’ সিনেমার ‘হাউ ফার আই উইল গো’ গাইবেন মিরান্ডা। জাস্টিন গাইবেন ‘ট্রল’ সিনেমার ‘কান্ট স্টপ দ্য ফিলিং’। আর স্টিং গাইবেন ‘জিম : দ্য জেমস ফোলি স্টোরি’ সিনেমার ‘দ্য এম্পটি চেয়ার’ গানটি।

গত আসর থেকে এবারের আসরের লক্ষণীয় পার্থক্য :
অস্কার পুরস্কারকে অনেকেই বলেন শ্বেতাঙ্গ তারকাদের মঞ্চ। তবে এ বছর অস্কার কমিটি আন্তরিকভাবে চাইছে এই বিতর্কের দাগ মুছে ফেলতে। ফলে ৮৮তম আসরে যেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবার সেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনের ৭ জন কৃষ্ণাঙ্গ। এর মধ্য দিয়ে হলিউডে শ্বেতকায়দের আধিপত্য কমার ইঙ্গিত দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। তবে বিশ্ব চলচ্চিত্রে অনেক তারকাই মনে করেন অস্কারের কোটায় কৃষ্ণাঙ্গ, এশীয়, ল্যাটিন ও জাতিগতভাবে সংখ্যালঘুদের আরো বেশি যুক্ত করা প্রয়োজন।

ভেঙ্গে যেতে পারে যে সব রেকর্ড :
প্রতি বছর অস্কারের ঘোষণা যেমন নতুন কিছু রেকর্ডের জন্ম দেয় তেমনি ভেঙ্গে দেয় পুরাতন অনেক রেকর্ড। বেরি জেনকিন্স যদি সেরা পরিচালক ক্যাটাগরিতে এবার পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা। সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে এভা ডুভরনে যদি পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা ডকুমেন্টারি পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা।

ফেনসেস তারকা  ডেনজেল ওয়াশিংটন এবারের আসরে পুরস্কার জিতলে তিনিই হবেন সর্বাধিক  অস্কার জেতা কৃষ্ণাঙ্গ তারকা। ‘অস্কার রানি’ খ্যাত মেরিল স্ট্রিপ হয়তো এবারই ছুঁয়ে ফেলতে পারেন ক্যাথরিন হেপবার্নের সর্বাধিক ৪বার অস্কার জেতার রেকর্ড। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ তারকা লুকাস যদি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে অস্কার জেতেন তাহলে তিনি ভেঙ্গে দিবেন ১৯৮১ সালে টিমোথি হাটনের সর্বকনিষ্ঠ অস্কার জেতার রেকর্ড।

Saturday, February 25, 2017

শাওনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: ক্ষমা চাইলেন বান্টি মীর (ভিডিও)


বান্টি মীর (বামে) ও শাওন

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে ইউটিউবে কুরুচিপূর্ণ ব্ক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বান্টি মীর।

শাওনের জিডির একদিন পর শনিবার নিজের ফেসবুক পেজে ক্ষমা চান বান্টি মীর।

মাফ করেন আমাকে সবাই। অনেক গালি খাইছি।মাফ করে দেন আর গালি দিয়েন না। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, ফেসবুকে বলেন বান্টি মীর।





এর আগে তিনি আরেকটি পোস্টে বলেন, মানুষের গোপন কথা বলতে নেই। আর আমি সেই ভুলটিই করেছি। জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না? আল্লাহ তার অশেষ কৃপায় আমাকে ক্ষমা করুন, আমীন।



এরপর ফেসবুকে তাকে জিডির জানালে তিনি বলেন, তাতে কী হয়েছে। অনেক বেশি গালি দিয়ে ফেলেছি, যা আসলে খুব খারাপ কাজ করেছি আমি। কিন্তু আমি কখনো বলবো না যে, শাওন ভাল কাজ করেছে। তিনি একটা পরিবার ভেঙেছেন। এটাই আসল কথা। তিনি এজন নারী হয়ে শুধু লোভের বশবর্তী হয়ে অন্য নারীর প্রতি এমন কাজ করতে পারেন না। এটাই এ বিষয় এখানেই শেষ করলাম।


সম্প্রতি ইউটিউবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিওটি ছাড়েন বান্টি মীর, যা খুব অল্প সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়।

এরপর গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন।

‘ডুব’ বিতর্ক সম্মিলিত স্টান্টবাজিও হতে পারে : মতিন রহমান

মতিন রহমান, মোস্তফা সরয়ার ফারুকী, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত সিনেমা ‘ডুব’। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আটকে আছে।

‘ডুব’ সিনেমায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকার  ঘটনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হুমায়ূন কন্যা শিলাও আপত্তি জানিয়েছেন।

এ নিয়ে চলছে বিতর্ক। ইতোমধ্যে বিষয়টি নিয়ে চলচ্চিত্র ও সাহিত্যঙ্গনের লোকজনও নানা মন্তব্য করছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন গুণী নির্মাতা মতিন রহমান।

এ ব্যাপারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান বলেন, ‘কোনো বিখ্যাত মানুষের জীবন কাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করলে অবশ্যই তার পরিবারের অনুমতি প্রয়োজন। যদি কাল্পনিকভাবে কোনো সিনেমা নির্মাণ করা হয় আর তা যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় বা সত্য ঘটনার সঙ্গে মিলে যায় তা আইনত দন্ডণীয়।’

তিনি আরো বলেন, ‘ঋতুপর্ণ ঘোষ নির্মিত সিনেমা ‘আবহমান’। আমার বিশ্বাস, এই সিনেমাটি সত্যজিৎ রায়ের জীবনের একটি গল্প। ওই গল্পটি মনে হয়, তার জীবনের গল্প কিন্তু ধরার উপায় নাই। কিন্তু পরিচালক তার নির্মাণশৈলি, তার বোধ শক্তি থেকে এমনভাবে একটা কল্পনার জগৎ সৃষ্টি করেছেন যা স্পর্শ করা যায় না, অনুভব করা যায়। কিন্তু ‘ডুব’ সম্ভবত স্পর্শ করা যায়। স্পর্শ করা যায় এমন উপাদান সবসময়ই আইনের আওতায় পড়ে। সিনেমার সঙ্গে জড়িতরাও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা বলেছেন। এটা নিয়ে ওরা নিজেরাই বির্তকের সৃষ্টি করছে। ‘ডুব’ বির্তক তাদের উভয়ের সম্মিলিত স্টান্টবাজি কিনা, তার ব্যাখ্যা আপনারা খুঁজে বের করুন।’

বেশ আগে ‘ডুব’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ। গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট।  তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’ সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি।  এদিকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘এটা হুমায়ূন আহমেদের বায়োপিক নয়।’

‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।  এছাড়াও এতে অভিনয় করেছেন ভারতের  ব্রাত্য বসু, পর্ণো মিত্র। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

‘রেঙ্গুন’ নিয়ে কঙ্গনার দুঃখ


গতকাল ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রাণৌত অভিনীত সিনেমা রেঙ্গুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় জুলিয়া নামের এক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

রেঙ্গুন সিনেমায় বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সব ধরনের চেষ্টা করেছেন তিনি। কিন্তু সিনেমায় তার সবচেয়ে পছন্দের কিছু দৃশ্য বাদ দেয়া হয়েছে বলে জানান এ অভিনেত্রী। বিষয়টিতে খুবই দুঃখ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার চরিত্রটি আমি একটি রৈখিক গ্রাফে এঁকেছিলাম। সিনেমায় আমার প্রিয় দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে, যা আমার গ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন সিনেমাটি দেখি বিশাল স্যার (পরিচালক) আমাকে ব্যাখ্যা দিয়েছেন কেন দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই দৃশ্যগুলো বাদ দেয়া যুক্তিসঙ্গত ছিল। কিন্তু যখন আমি জানতে পারি আমার গ্রাফের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেয়া হয়েছে, আমি ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার চরিত্রটি সাধারণ মানের হয়ে গেল। এটা তেমন প্রশংসিত হবে না। কিন্তু এতো কিছুর পরও দর্শক আমার চরিত্রটি পছন্দ করেছে। তাই আমি এখন খুশি।’

রেঙ্গুন সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। কঙ্গনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহিদ কাপুর ও সাইফ আলী খান। প্রথমদিনে ভারতে ৬.০৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

মেয়ে পটাতে সাইফের ছবি


বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই প্রযুক্তির উপর নির্ভরশীল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ বেশি আসক্ত। কিন্তু নানা সময়ে এর মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হয়েছেন অ্যানা রোয়ে নামে ৪৪ বছর বয়সি এক নারী।

ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যান্টনি রে নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অ্যানার। এমনকি ১৪ মাস তাদের মধ্যে মেসেজ আদান-প্রদান হয়। কিন্তু অ্যানা তার ব্যক্তিগত তদন্তকারীর মাধ্যমে জানতে পারেন অ্যাকাউন্টটি ভুয়া। আর এ ভুয়া অ্যাকাউন্টটি করা হয়েছে সাইফ আলী খানের ছবি ব্যবহার করে।

বিষয়টিতে বেশ আঘাত পেয়েছেন অ্যানা। কষ্ট ভুলতে এ বিষয়ে তিনি বিশেষজ্ঞের পরামর্শও নিচ্ছেন। এছাড়া এ ধরনের ধোকাবাজি বিষয়ে আইন করে বন্ধ করারও অনুরোধ জানিয়েছেন অ্যানা। এ ঘটনা প্রকাশের পর অন্য একজন নারী জানান, তার সঙ্গে একই ধরনের ধোকাবাজি করেছিলেন অ্যান্টনি।

প্রিয়াঙ্কার সঙ্গে তুলনায় যা বললেন দীপিকা

প্রিয়াংকা ও দীপিকা পাড়ুকোন

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার সফলতার পার্টিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন তিনি। সেখানে যাওয়ার আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। এতে হলিউডে তার পথচলা নিয়ে বিভিন্ন কথা বলেছেন দীপিকা। এ সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার তুলনা নিয়েও প্রশ্ন করা হয়।

এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি এ বিষয়ে কখনো চিন্তা করিনি। কারণ ব্যক্তিগতভাবে সকল বিষয়ে তার লেভেলটা আমি ভালোভাবেই জানি। এই তুলনাটা খুবই উদ্ভুত। পেশাগত দিক থেকে আমি মনে করি, আমরা দুজনই খুবই ভালো কাজ করছি। কিন্তু আমাদের জগৎটা সম্পূর্ণ আলাদা। আমি যা করছি এবং তিনি যা অর্জনের জন্য কাজ করছেন, তা সম্পূর্ণ আলাদা।’

তিনি আরো বলেন, ‘এটি একটি সৃজনশীল জায়গা। তার চাওয়া-পাওয়া আমার থেকে সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে তুলনাটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। যদি কেউ তুলনা করতে চায়, আমি আনুশকা, সোনম অথবা সোনাক্ষীর সঙ্গে তুলনার কথা ভাবতে পারি কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা কখনো চিন্তাও করি না।’

পদ্মাবতী  সিনেমার শুটিং করছেন দীপিকা। এরপর তার কোন সিনেমা আসছে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে (ভারত) এবং আন্তর্জাতিকভাবে অনেক চিত্রনাট্য পড়ছি। দেখা যাক, কী হয়।’

সব নায়িকাকেই ভালোবাসি : জিৎ


টলিউড অভিনেতা জিৎ। অভিনয় নৈপুণ্যে ওপার বাংলার দর্শক মাতিয়েছেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত।

নুসরাত ফারিয়ার সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নুসরাত ফারিয়ার সঙ্গেও রসায়নটা বেশ জমেছিল তার।

অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমায় বেশি দেখা যায় জিতকে। রোমান্টিক দৃশ্যে জিতের পারফরম্যান্স তাক লাগানোর মতো। তাই খুব স্বাভাবিকভাবেই অন্য নায়কদের চেয়ে নায়িকাদের সঙ্গে তার ব্যক্তিগত রসায়নটাও ভালো। চিত্রনায়িকা শুভশ্রীর সঙ্গেও তার সম্পর্কটা বন্ধুত্বের।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এ সময় তাকে প্রশ্ন করা হয়, শ্রাবন্তীর সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি ফোন ধরেন না কেন বলুন তো?

এমন প্রশ্নের জবাবে জিৎ বলেন, ‘শুধু শ্রাবন্তী নয়, সব নায়িকাই আমার বন্ধু। প্রিয়াঙ্কা, কোয়েল, শুভশ্রী, নুসরাত জাহান সবাইকে আমি ভালোবাসি (খুব হাসি)।তবে কোয়েল যে আবার কাজ করছে এটা খুব ভালো খবর। শুভশ্রীও এখন বস-টু সিনেমায় খুব ভালো কাজ করছে। তবে শ্রাবন্তী কেন ফোন ধরে না, অবশ্যই ওকে তা জিজ্ঞেস করব।’

অন্যদের চেয়ে আলাদা রাম চরণ


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয়নৈপুণ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকাপুত্র। তারকা সন্তানরা খুব স্বাভাবিকভাবেই পরিবারের কিছু দায়িত্ব ইন্ডাস্ট্রিতে পালন করে থাকেন। আর তা কাজের মাধ্যমে করতে হয়।

খুব বেশি দিন হয়নি চলচ্চিত্রে পা রেখেছেন রাম চরণ। কিন্তু অভিনয় আর দায়িত্বশীলতার জন্য নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন এই অভিনেতা। নিজগুণে অন্য নায়কদের চেয়ে আলাদা তিনি। সম্প্রতি রাম চরণের প্রশংসা করে এমনই মন্তব্য করেন গীতিকার বাশা শ্রী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বাশা শ্রী বলেন, ‘রাম চরণের মতো ব্যাকগ্রাউন্ড থেকে যারা নিজের ইচ্ছায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, তাদের কাজ অন্যদের চেয়ে ভিন্ন। অন্য সাধারণ ব্যক্তিদের চেয়ে রাম চরণ দ্বিগুণ পরিশ্রম ও নিষ্ঠাবান। কারণ সে চেষ্টা করে যেন তার পরিবারের উত্তরাধিকার নষ্ট না হয়। যদিও বাইরে থেকে এটা সহজ মনে হয় কিন্তু এটা সহজ কাজ নয়।’

২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রাম চরণ। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী রাম চরণের বাবা।

শুটিংয়ে ফিরলেন কারিনা


মা হওয়ার সময় হলেই বিশ্রামে চলে যাও- চিরাচরিত এই ধারণাকে পুরোপুরি পাল্টে ফেলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গর্ভকালীন সময়ে কোনো ঝামেলা ছাড়াই নিজের কাজ চালিয়ে গেছেন তিনি। গত ডিসেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এরই মধ্যে শুটিং সেটে হাজির হয়েছেন এ অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় মেহবুব স্টুডিওতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন কারিনা কাপুর। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপন এটি। জলপাই-সবুজ রঙের টি-শার্ট আর কালো জেগিংসে অভিনেত্রীকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। এমনকি শুটিং শেষে পুরো টিমের সঙ্গে ছবিও তোলেন কারিনা।


এর আগে সন্তান জন্মের পর মুম্বাইয়ের একটি ফ্যাশন শোয়ের ফাইনালে শোস্টপার হিসেবে ছিলেন কারিনা। এখন তিনি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন। আগামী মে মাস থেকে তার পরবর্তী সিনেমা বীরে দি ওয়েডিং’র শুটিং শুরু করবেন তিনি।

এবার পোশাক নিয়ে বিপাকে দিশা


সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের নিয়ে বিদ্রূপ নতুন নয়। শারীরিক গড়ন থেকে শুরু করে পোশাক নিয়ে নানা রকম মন্তব্যই করে থাকেন তাদের অনুসারীরা। এর মধ্যে অনেকেই এমন কিছু মন্তব্য করেন যা সত্যিই আপত্তিকর।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিশা পাটানি। অনুষ্ঠানে তার পোশাক ফ্যাশন প্রেমীদের নজর কাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ পোশাক নিয়ে শুরু হয় বিদ্রূপ। তার কিছু অনুসারী তাকে কীভাবে পোশাক পরতে হয় তার পরামর্শও দেন। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী দিশা পাটানির।

এ অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখাসহ একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, এটি শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আর আমাকে সাহস যোগানোর জন্য ফ্যান ক্লাবস, বন্ধু এবং পরিবারকে ধন্যবাদ। আমি আশা করছি, আমরা পরস্পরের কাছ থেকে শক্তি খুঁজে পাব এবং সকল দুঃখ জয় করতে পারব।

ছবিটিতে লেখা ছিল, ইনাদিং যৌন হয়রানি এবং ধর্ষণ নিয়ে অনেক অনেক সংবাদ পড়ছি। যখন আমাদের দেশের মানুষ দেবীদের পূজা করে, সেখানে কিছু নির্দিষ্ট বিষয় সম্মান না করাটা লজ্জার। যা আপনাকে পশু ও মানুষ থেকে আলাদা করে। একজন নারী তার শরীরের কতটুকু ঢেকে রেখেছেন তা বিচার করা সহজ কিন্তু আপনার নোংরা মানসিকতা দিয়ে ওই অংশে তাকানো থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন না তা মেনে নেয়া কঠিন। জেগে উঠুন এবং আমরা যে আপনাদের মন মতো ইন্ডিয়ান গার্ল হবো না তা মেনে নিন। আপনার হতাশার মাধ্যমে করো জীবন ধ্বংস করবেন না। কারণ এটি আপনার পরিবারের সঙ্গে ঘটলে আপনি খুশি হবেন না। এরকম ভণ্ডামি বাদ দিন এবং মন বড় করুন।

সম্প্রতি পোশাক নিয়ে বিদ্রূপের শিকার হন ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর। আকারে ছোট পোশাক পরায় কটাক্ষ করা হয় তাকে। তাবে তার মোক্ষম জবাবও দেন তিনি।


পাথরের ভেতর টানা ৮ দিন! (ভিডিও)



চলচ্চিত্রে তারকাদের ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় নতুন কিছু নয়। কিন্তু এবার ফ্রান্সের একটি চলচ্চিত্রে এমন এক ঝুঁকিপূর্ণ দৃশ্য চিত্রায়িত হচ্ছে, যা সত্যিই অদ্ভূত এবং অন্য সব দৃশ্য থেকে আলাদা।

বড় আকারের দুটি পাথরের টুকরো এমনভাবে খোদাই করা হয়েছে, দেখে মনে হবে সেখানে একজন মানুষ বসে আছে। কিন্তু পাথরের টুকরো দুটি একত্র করে দিলে, এর ভেতরে কোনো মানুষ আছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এতটুকু জায়গার মধ্যেই টানা ৮ দিন বসে থাকবেন ফ্রান্সের প্রখ্যাত অভিনেতা আব্রাহাম পয়েনশিভাল।

দৃশ্যটি চিত্রায়িত হচ্ছে দেশটির রাজধানী প্যারিসের প্যালেস ডি টোকিওতে। গত ২২ ফেব্রুয়ারি পাথরের টুকরোর ভেতরে ঢুকেছেন ৪৫ বছর বয়সী পয়েনশিভাল। সেখানে বসার স্থানের পাশে একটু আলাদা জায়গায় রাখা আছে কিছু খাবার, পানি ও কয়েক কার্টন স্যুপ।



এছাড়া অক্সিজেন প্রবেশের জন্য রাখা হয়েছে একটি ভেন্টিলেটর (বাতায়ন)।অস্থায়ী এই জেলখানায় টানা ৮ দিন ধ্যান করবেন পয়েনশিভাল। আগামী ১ মার্চ সেখান থেকে বের হবেন তিনি।

অদ্ভূত এই দৃশ্যের উদ্দেশ্য, আসলে পৃথিবীটা কী তা জানা এবং একা থাকার ভিন্ন অভিজ্ঞতা অর্জন।

পাথরের ভেতর ঢুকার আগে পয়েনশিভাল গণমাধ্যমকে জানান, সেখানে তিনি শুকনো মাংস, স্যূপ ও অন্যান্য কিছু পানীয় খেয়ে ৮ দিন সময় কাটাবেন। মূত্র ত্যাগ করবেন খালি পানির বোতলে। আর মল ত্যাগ করবেন একটি কন্টেইনারে।

আশঙ্কার বিষয় হচ্ছে, পাথরের ভেতর বাতাস প্রবেশের জন্য ভেন্টিলেটর থাকলেও দীর্ঘ সময় সেখানে থাকার কারণে স্বাস্থ্যগত ঝুঁকির সম্ভাবনা রয়েছে। কেননা, মল ত্যাগের দুর্গন্ধের কারণে তিনি যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। অবশ্য এজন্য সেখানে একটি মেডিকেল টিম রাখা হয়েছে।


ভেতরে থাকা অবস্থায় পয়েনশিভাল অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে পাথরটি দুভাগে বিভক্ত হয়ে যাবে। এসব পর‌্যবেক্ষণের জন্য পাথরের ভেতরে রয়েছে কয়েকটি ক্যামেরা। ভেতরে কী অবস্থায় আছেন ওই লোক, তা সব সময় বাইরে থেকে গ্যালারির স্ক্রিনে দেখা যাচ্ছে।

অভিনয় সম্পর্কে পয়েনশিভাল জানিয়েছেন, ভিন্ন এই অভিজ্ঞতার জন্য তিনি বেশ কিছুদিন অনুশীলনের মাধ্যমে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেছেন।

তিনিবলেন, আশা করছি এখানে যেসব দর্শনার্থী আসবেন তারা এই ৮ দিন পাথরের সঙ্গে কথা বলবে, যেমনটি এর আগে এ ধরনের অদ্ভূত দৃশ্যগুলোর বেলায় হয়েছে।

তবে দুর্গন্ধ থেকে কীভাবে রেহাই পাবেন? এ বিষয়ে পয়েনশিভাল বলেছেন পাথর তো অল্প কিছু দিন খোদাই করা হয়েছে। এটি এখনো অনেকটা গন্ধ শুষে নিতে পারবে। বাকিটা আশা করি আমি সহ্য করতে পারবো।

এ ধরনের অদ্ভূত দৃশ্যের জন্য পয়েনশিভাল শুধু ফ্রান্সেই নন, গোটা বিশ্বেই সুপরিচিত। এর আগে তিনি টানা ১৩ দিন ভল্লুকের চামড়া পড়ে কৃত্রিম ভল্লুক সেজে একটি দৃশ্য চিত্রায়িত করেছেন।

এছাড়াও ফ্রেঞ্চ লাইব্রেরির মেঝের একটি ছোট্ট গর্তে কাটিয়েছেন এক সপ্তাহ এবং বন্ধ একটি বোতলে করে পাড়ি দিয়েছেন নদী।

পাথরের এই দৃশ্য চিত্রায়নের পর পয়েনশিভালের পরবর্তী দৃশ্য হচ্ছে, কয়েক ডজন ডিমের ওপর টানা চার সপ্তাহ বসে তাপ দিয়ে বাচ্চা ফুটাবেন তিনি।

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates