Wednesday, May 3, 2017

ইউটিউবে সালমার ‘দরদ’ ভিডিও




মিডিয়া স্টারস:
মহান মে দিবসে ইউটিউবে প্রকাশ হয়েছে ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিক্যাল ভিডিও। গানটি অডিও প্রকাশের পর এরইমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলেছে। এবার প্রকাশ হলো এর ভিডিও।

‘কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস/ উজাড় করে বুকের পাজর’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানের ভিডিওটি নিয়ে সালমা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানের মধ্যে আরো একটি গান মে দিবসে উপলক্ষে আজ প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি ‘মন মাঝি’ গানের মত দর্শকদের কাছে ‌‘দরদ’ গানটির ভিডিওটিও জনপ্রিয় হবে।’
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে আছে আছে, এই অ্যালবামের তিনটি গানের ব্যায় বহুল মিউজিক ভিডিও নির্মাণ করার। ‘মন মাঝি’ গানটির জন্য খুব শিগগিরি শুটিং শুরু করবেন।





মিডিয়া স্টারস অনলি/৩ মে ২০১৭/একেএ

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates