Featured

Tuesday, March 28, 2017

‘কুকুর চিৎকার করবেই, তাই বলে আমি কেন করব’


টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনি’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। আলোচিত এ সিনেমায় নিজেকে ভেঙে নতুন এক ঋতুকে উপস্থাপন করেছেন তিনি।

টলিউডে ‘রাজকাহিনি’ মুক্তির পর বলিউডে এই নির্মাতা নির্মাণ করেছেন ‘বেগমজান’ শিরোনামের সিনেমা। এটি ‘রাজকাহিনি’র রিমেক। এই সিনেমার ট্রেইলার প্রকাশের পর ঋতুকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়। যদিও এতদিন এ বিষয়ে তেমন কিছু বলেননি ঋতুপর্ণা সেনগুপ্ত।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ঋতুপর্ণা। এ সময় তাকে প্রশ্ন করা হয় আপনাকে নিয়ে সংবাদমাধ্যমে এত আলোচনা হলো এতে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়নি?

এমন প্রশ্নের জবাবে ঋতু বলেন, ‘কাজটা যখন মস্তিষ্ক দিয়ে না করে, হৃদয় দিয়ে করি তখন তার খেসারত দিতে হয়। এখন বেশিরভাগ অভিনয়শিল্পীরা শর্ত না রেখে কাজ করেন না। আমি কোনোদিন কৌশল অবলম্বন করিনি। আর কে কী বলছে, তা নিয়ে আমি মাথা ঘামাবই বা কেন? লোকে তো আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও বলে! আমি নিশ্চয়ই একজন গুরত্বপূর্ণ মানুষ, যার কারণে আমায় নিয়ে এত কথা হচ্ছে! দেখুন, রাস্তার কুকুর চিৎকার করবেই, তাই বলে আমি কেন চিৎকার করব! জানবেন, যত বড় নাম, তত বড় ষড়যন্ত্র।’

বর্তমানে ১৫টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা। এদিকে বাংলাদেশের একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে বলেও জানা গেছে।

বাহুবলিকে হত্যার কারণ জানালেন কাটাপ্পা


চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম পর্বের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছেন। কিন্তু কেন কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছিলেন তা নিয়ে রহস্য থেকেই গেছে। আর এর উত্তর মিলবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায়।

কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছেন তার উত্তর গত দুই বছর ধরে খুঁজছেন দর্শক। সিনেমাটি মুক্তির এখনো এক মাস বাকি। তাই কাটাপ্পা অর্থাৎ অভিনেতা সত্যরাজকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অবশ্য অনেকটা কৌশলেই এর উত্তর দিয়েছেন এ অভিনেতা। উত্তরে বুঝিয়ে দিয়েছেন প্রকৃত উত্তর জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত।

এ প্রসঙ্গে অনেকটা মজা করেই কাটাপ্পা অর্থাৎ সত্যরাজ বলেন, ‘প্রযোজক শভু ও প্রসাদ স্যার আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। আর পরিচালক রাজামৌলি আমাকে বাহুবলিকে হত্যা করতে বলেছেন, তাই আমি হত্যা করেছি। তা না হলে আমি কেন প্রভাসকে (বাহুবলি) মারতে যাব? মির্চি সিনেমার সময় থেকেই তার সঙ্গে আমার অনেক অনেক ভালো সম্পর্ক।’

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজামৌলি বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘আমি সিনেমার শেষে টুইস্ট আনার জন্য কাটাপ্পাকে বলেছিলাম বাহুবলিকে হত্যা করতে। আমি জানতাম এটি দর্শকের মধ্যে প্রভাব ফেলবে কিন্তু এতটা ফেলবে তা ভাবিনি।’

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। যা ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশিবার দেখা ও সবচেয়ে পছন্দের ট্রেইলার এটি।

এদিকে মুক্তির পর প্রায় ৬০০ কোটির উপরে ব্যবসা করেছিল বাহুবলি-দ্য বিগিনিং। সিক্যুয়েল সিনেমাটি যেন বুঝতে সুবিধা হয় এ জন্য আবারো এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

‘আমার বুক ফেটে যায়’


মঙ্গলবার (২৮ মার্চ) বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সদ্যপ্রয়াত জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজির হয়েছিলেন গুণী নির্মাতা শেখ নজরুল ইসলাম। এ নির্মাতার হাত ধরেই রূপালি পর্দায় পা রাখেন বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ।

মিজু আহমেদকে নিয়ে এ প্রতিবেদকের কাছে স্মৃতিচারণ করেন নির্মাতা শেখ নজরুল ইসলাম। রাইজিংবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

‘‘মিজু রাজনৈতিক একটি দলের সঙ্গে যুক্ত ছিল। ১৯৭৭ সালে আমার বাসার পাশে একটি মেসে থাকত মিজু। ওর সঙ্গে আরো কয়েকজন ছেলে থাকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কেবল ঢাকায় এসেছে। একদিন হঠাৎ আমার বাসায় এসে মিজু জানায়, সে সিনেমায় অভিনয় করতে চায়। আমিও তার কথায় রাজি হই। এরপর তাকে বলি, ‘শিল্পী হতে হলে নরম মনের মানুষ হতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়।’ সে আমার কথাগুলো মন দিয়ে শোনে।’’

‘‘একই বছর ‘নদের চাঁদ’ সিনেমার শুটিংয়ের জন্য মানিকগঞ্জে গিয়েছিলাম। এতে এটিএম শামসুজ্জামানের ছেলের চরিত্রে অভিনয় করতে দেয়া হয় মিজুকে। যদিও ‘তৃষ্ণা’ সিনেমাটি তার আগে মুক্তি পায়। শুটিংয়ের সময় চার পাঁচদিন প্রচুর বৃষ্টি হয়। এজন্য শুটিং বন্ধ থাকে। প্রযোজকের কাছে টাকা ছিল না। এজন্য শুটিং তাড়াতাড়ি শেষ করতে পারলেই বেঁচে যায়। যার জন্য প্রযোজকও তাড়া দিচ্ছিল। এক সময় প্রযোজক আমাকে বলেন, ‘ওদের বসায় বসায় খাওয়াই লাভ নাই, ওদের বিদায় করে দাও।’ সুমিতা দেবী, এটিম শামসুজ্জামান, সুচরিতা সবাই ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে। কিন্তু মিজু ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারে না। এমন মুহূর্তে মিজু কেঁদে ফেলে। এবং আমাকে জড়িয়ে ধরে বলে, ‘আমি আর পারব না মনে হয়।’ আমি ওর মাথায় হাত দিয়ে শান্তনা দিই এবং বলি, ‘তুমি পারবে।’ এরপর এক টেকেই পেরে যায় মিজু। ও ওস্তাদ হিসেবে আমাকে খুব মানত। আর অভিনয় করতে গিয়ে কখনো কোনো পরিচালককে অবজ্ঞা করত না। ও শিক্ষিত ছেলে বলে খুব সহজেই বুঝে যেত কিভাবে অভিনয় করতে হবে। এ সিনেমার পর ‘এতিম’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’সহ প্রায় আমার পরিচালিত ৪০টি সিনেমায় অভিনয় করে মিজু। ২০০৯ সালে জুনে মুক্তি পায় ‘মা বড় না বউ বড়’ শিরোনামের সিনেমাটি। এটিই মিজুকে নিয়ে আমার শেষ কাজ। এরপর আমিও আর সিনেমা নির্মাণ করিনি। গত তিন মাস আমার সঙ্গে ওর দেখা হয়নি। ভিলেন হিসেবে অভিনয় করলেও ওর মনটা খুব নরম ছিল।’’

‘‘আমি এক সময় মিজুকে বললাম, ‘অভিনয়ের সূত্রপাত হলো স্ক্রিপ্ট। তাই স্ক্রিপ্ট করার সময় আমার পাশে মিজুকে বসিয়ে নিতাম। বলতাম, ‘এক সময় তুমিও পরিচালক হবে। চিত্রনাট্য নিয়ে অভিজ্ঞতা থাকা ভালো।’ মিজু প্রতিদিন সকাল ১০ টায় আমার বাসায় বসত। এ সময় মিঠুন, সুমন, ফিরোজ, এম হাসানও আমার বাসায় বসত। ওরা নিজে থেকেই ওর ভাবিকে বলত, ‘কালকে কিন্তু ভুনা খিচুরী খাব, এটা খাব ওটা খাব।’ ওরা আমার সন্তানের মতো ছিল। ওদের কথা মনে করলে আমার বুক ফেটে যায়। আমার এই তিন ছেলেকে আমি জানাজা দিলাম।’

মুখোমুখি শাহরুখ-অক্ষয়


বছরের শুরুতেই বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশানের কাবিল। এবার মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার ও শাহরুখ খান।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ আগস্ট বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অক্ষয় কুমার ও ভূমি পেনেকার অভিনীত সিনেমা টয়লেট-এক প্রেম কথা, শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা দ্য রিং। যদিও ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটির নাম পরিবর্তন করে রেহনুমা রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। 

শাহরুখ খান অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ অনেক আগেই নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে অক্ষয় অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ মঙ্গলবার (২৮ মার্চ) জানানো হয়। যদিও সিনেমাটি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১১ আগস্ট করা হয়েছে।

এর আগে অক্ষয় অভিনীত ক্র্যাক সিনেমাটির সঙ্গে শাহরুখের এ সিনেমাটির বক্স অফিস লড়াইয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু ক্র্যাক সিনেমাটি পিছিয়ে গেলে ওই দিনে টয়লেট-এক প্রেম কথা মুক্তির সিদ্ধান্ত নেন অক্ষয় ও সিনেমার নির্মাতারা।

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হবেন অক্ষয় ও শাহরুখ। এর আগে ২০১২ সালে শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ও অক্ষয় কুমারের ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। দেখা যাক এবার তারা মুখোমুখি হন কিনা।

Sunday, March 26, 2017

ব্যবসায় নামলেন মিষ্টি


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আগামী ২১ এপ্রিল মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি।

রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ (দোকান নং  :৩৬৭) নামের ফ্যাশন হাউস খুলেছেন তিনি। গতকাল ২৪ মার্চ ‘তুই আমার’ সিনেমার পোস্টারের মোড়ক উন্মোচন ও এ ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অমৃতা, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন, ফারুক মজুমদারসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা।




এ সময় মিশা সওদাগর বলেন, “অনেক শিল্পীদের বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়। কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয় তাই প্রত্যেক শিল্পীদের ব্যবসা করা উচিৎ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে এটা কম দেখা যাচ্ছে। মিষ্টি নিজে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করছি।”
চিত্রনায়ক রিয়াজ বলেন, “আমি অভিনেতা ছাড়াও একজন ব্যবসায়ী। আমার ‘ফুড টোয়েন্টিফোর টুগেদার’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে। শিল্পী পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে পরিচিতি পাওয়া দোষের কিছু নয়। আমি ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করি।”

মিষ্টি জান্নাত বলেন, “ রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে ‘জান্নাত এক্সপ্রেস’-এ। খুব শিগগিরই ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও ‘জান্নাত এক্সপ্রেস’র শাখা চালু হবে।”

সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া সম্প্রতি তার তামিল সিনেমার শুটিং করে দেশে ফিরেছেন মিষ্টি। ‘রংবাজ খিলাড়ি’শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছেন সত্যপ্রকাশ। এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। তাছাড়া ওপার বাংলার সূর্য্যের বিপরীতে ‘তুই আমার রানী’, সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’শিরোনামের সিনেমাগুলোর শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’  চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

বন্ধই হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!


ভারতের জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। এ শোয়ের সঞ্চালক কপিল শর্মা। শোয়ের অন্যতম জনপ্রিয় মুখ সুনীল গ্রোভার, যিনি ডক্টর মাশহুর গুলাটি ও রিঙ্কু দেবী চরিত্রে অভিনয় করেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। শোনা যায়, বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে শোয়ের শুটিং করেননি সুনীল।

সুনীল গ্রোভারের পর শোয়ের অন্য দুই সদস্য আলি আসগর ও চন্দন প্রভাকরও শোয়ে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। ফলে বন্ধ হয়ে যায় পরবর্তী পর্বের শুটিং। আর পুরো ঘটনায় বিরক্ত চ্যানেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আগামী মাসে ‘দ্য কপিল শর্মা শো’র চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এ চুক্তির পরিমাণ ১০৬ কোটি রুপি। সহ-শিল্পীদের সঙ্গে কপিলের এমন ঘটনায় শোয়ের চুক্তি নবায়ন না করার চিন্তা করছেন চ্যানেল কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

‘দ্য কপিল শর্মা শো’র প্রতি পর্বের জন্য সুনীল গ্রোভার পেতেন ৭ লাখ রুপি। অন্যদিকে ১ কোটি রুপি পেতেন কপিল।

এ শোয়ের সদস্য চন্দন জানিয়েছেন, তিনি কাজ করতে চান, কিন্তু শোয়ে ফেরার বিষয়টিতে স্বস্তি বোধ করছেন না। ‘জানি না কপিলের ওপর কার অভিশাপ লেগেছে, অক্টোবর থেকে শোয়ের টিআরপি শুধু নেমেই যাচ্ছিল।’ বলেন চন্দন।

দ্বন্দ্বের পর থেকে একে অন্যকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনফলো করে দিয়েছিলেন কপিল ও সুনীল। তবে আবারো সুনীলকে ফলো করা শুরু করেছেন কপিল। কিন্তু এতেও তাদের মধ্যে বরফ গলছে না বলে জানা গেছে। সুনীলের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘পারিশ্রমিক বাড়িয়ে দিলেও সুনীল এ শোয়ে ফিরবেন না। তিনি অন্য জায়গা থেকে কয়েকটি প্রস্তাব পেয়েছেন। তিনি বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাইছেন।’

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বড় কোনো তারকা অতিথি না পাওয়ায় কপিলকে শোয়ের শুটিং বাতিল করতে হয়েছে। এ কারণে তিনি ফিরাঙ্গি সিনেমার শুটিং করতে গিয়েছেন। আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে ফিরবেন তিনি।

যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শিল্পা



প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে।

ভাসাইয়ের ওয়ালিভ থানায় দায়ের করা এফআইআর-এর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এ অভিনেত্রী বলেছেন, ‘গত বছর আমি শারীরিক অসুস্থতায় ভুগেছি ও বিষন্নতার সঙ্গে লড়াই করেছি। আমি জানি ইন্ডাস্ট্রির অনেক নারী বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কথা বলতে চাই।’

শিল্পা দাবি করেছেন সঞ্জয় তাকে ‘সেক্সি’ বলে ডাকতেন। তাকে জোরপূর্বক আলিঙ্গন করার চেষ্টা করেছেন এবং তার কোমরে ও বুকে হাত দিয়েছেন।

এ অভিনেত্রী বলেন, ‘একবার তিনি আমাকে হয়রানি করলে মেকআপ-ম্যান পিঙ্কু পাটওয়া তা দেখে ফেলে, পরদিন তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন আমি তাকে এ ব্যাপারে অগ্রাহ্য করি তখন আমাকেও শো থেকে বের করে দেয়া হয়।’

শিল্পা শিন্ডে বলেন, ‘আমার আইনজীবী নিয়ে এই সপ্তাহে তিনবার থানায় গেছি। পুলিশ এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছেন।’

এর আগে ‘ভাবিজি ঘর পার হ্যায়’ শো থেকে বাদ পড়ার পর প্রযোজকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন শিল্পা। পরবর্তীতে তার বিরুদ্ধে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ পদক্ষেপ নিয়েছিল এবং তিনি আর কোনো শোয়ে কাজ করতে পারেননি।

সঞ্জয় এবং তার স্ত্রী বেনেইফার ‘এডিট টু প্রোডাকশন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালান। তারা এই অভিনেত্রীর বিরুদ্ধে ১২ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন।

বিনেইফার শিল্পার এ দাবিকে অস্বীকার করে বলেন, ‘তিনি (শিল্পা) যে লোকসান করেছেন আমরা তার বিরুদ্ধে শক্ত মামলা দায়ের করেছি। এটি কোটি কোটি টাকার মামলা। বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে। তার সঙ্গে আদালতে দেখা হবে।’

সালমানের ‘টিউবলাইট’র আরেকটি রেকর্ড


চলতি বছরের বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা টিউবলাইট। মুক্তির আগেই আরেকটি রেকর্ড গড়েছে সালমান খান অভিনীত সিনেমাটি।

রেকর্ড পরিমাণ দামে সিনেমাটির গানের স্বত্ব কিনে নিয়েছে সনি মিউজিক। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে গানের স্বত্ব কত দামে বিক্রি হয়েছে তা জানা যায়নি। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে, অর্থের পরিমাণ অতীতে যে কোনো হিন্দি সিনেমার গানের স্বত্ব বিক্রির চেয়ে বেশি।

টিউবলাইট সিনেমার গানের সংগীতায়োজন করেছেন জনপ্রিয় বলিউড সুরকার প্রীতম। ধারণা করা হচ্ছে এ সিনেমাতে আবারো তার সুরের মূর্ছনা ফিরে আনবেন তিনি।

সালমান খানের সিনেমার গানগুলো সব সময়ই চমৎকার হয়ে থাকে। বলা হয়ে তাকে গানের ব্যাপারে এ অভিনেতার পছন্দ বেশ ভালো। এর আগে সালমানের সুলতান সিনেমা গানের স্বত্ব যশরাজ ফিল্মস নিজেদের কাছেই রেখেছিল। অন্যদিকে প্রেম রতন ধন পায়ো সিনেমার গানের স্বত্ব ১৭ কোটি রুপি দিয়ে কিনেছিল টি-সিরিজ। যা ওই সময় পর্যন্ত সর্বোচ্চ ছিল।

এর আগে মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে টিউবলাইট সিনেমাটির প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিওজ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখ খানের দিলওয়ালে সিনেমার দখলে। এর স্বত্ব বিক্রি হয়েছিল ১২৫ কোটি রুপিতে।

টিউবলাইট সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ও চীনা অভিনেত্রী ঝু ঝু ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহেল খান। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 

লিভ-ইন করছেন ঊর্মিলা-সিয়াম!


লিভ-ইন করছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও টেলিভিশন অভিনেতা সিয়াম। তবে বাস্তব জীবনে নয় ‘বৃষ্টির ঘ্রাণ’ শিরোনামের একক নাটকে এমন দৃশ্য দেখা যাবে। মিডিয়া স্টারস’ এর সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করছেন অভ্র মাহমুদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকের গল্প প্রসঙ্গে মেজবাহ উদ্দিন সুমন বলেন, ‘নাটকের গল্পে সিয়াম চিত্রশিল্পী। সে ভালোবাসে ঊর্মিলা শ্রাবন্তী করকে। এক পর্যায়ে তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের আগে তারা লিভ-ইন সম্পর্কে ছিল। তারা বিশ্বাস করে, কাগজে কলমের বিয়ের চেয়ে পরস্পরের আত্মিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ। কারণ কাগজে কলমে বিয়ের পরও অনেক দম্পতির মাঝে আত্মিক সম্পর্ক তৈরি হয় না। তবুও সামাজিকতা মেনেই তারা বিয়ে করে এবং কক্সবাজারে একটি বাংলো নিয়ে একসঙ্গে বসবাস শুরু করে।’ 

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি মানুষের শরীরে আলাদা আলাদা ঘ্রাণ রয়েছে। শরীরের এই ঘ্রাণ একজন আরেকজনকে আকৃষ্ট করে। ঠিক এই বিষয়টি নাটকের মূল প্রতিপাদ্য। নাটকে সিয়াম তার স্ত্রী ঊর্মিলার শরীর, চুলের আলাদা ঘ্রাণ পেতো। এক সময় সে ঊর্মিলার শরীরে আর ঘ্রাণ খুঁজে পায় না। হঠাৎ কেন ঘ্রাণ খুঁজে পায় না এ প্রশ্ন নিয়ে গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এর কারণ বলা যাবে না (হাসি)।’

রোববার থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। আগামীকালও দৃশ্যধারণের কাজ হবে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকটি। কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন সুমন।

সোনমের পোশাক নিলামে


বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। বিভিন্ন অনুষ্ঠানে নিত্যনতুন পোশাক পরে হাজির হন তিনি। এবার নিলামে উঠছে এই অভিনেত্রীর পোশাক।

সোনমের প্রায় এক ডজন পোশাক নিলামে তোলা হবে। সঙ্গে নিলাম হবে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ। তবে মহৎ উদ্দেশ্যেই এগুলো নিলাম করা হবে। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা দান করা হবে দাতব্য সংস্থাতে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছেন সোনম। এর মধ্যে ২০১৬ সাল থেকে কাডলস ফাউন্ডেশনের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। সংস্থাটি ক্যানসার আক্রান্ত ও অনাহারি  শিশুদের নিয়ে কাজ করেন। এ সংস্থাতেই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ফ্যাশন জগতে তিনি একটি পরিচিত নাম। তাই নিলাম থেকে ভালো অর্থই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’

সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নীরজা। সঞ্জয় দত্তের বায়োপিক দত্ত সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া প্যাডম্যান ও বীরে দি ওয়েডিং সিনেমায় দেখা যাবে তাকে।

শাড়িতে কেন ইরফান?


জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সিনেমায় এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।

ইরফান খানের পরবর্তী সিনেমা হিন্দি মিডিয়াম। বর্তমানে চলছে সিনেমাটির শুটিং। আর এ সিনেমার শুটিংয়ের প্রয়োজনেই নিজের শরীরে শাড়ি জড়িয়েছেন এ অভিনেতা।

সিনেমায় শাড়ির দোকানের মালিকের চরিত্রে অভিনয় করছেন ইরফান। ক্রেতাদের শাড়ি দেখানোর দৃশ্য করতে গিয়ে শরীরে শাড়ি জড়িয়েছেন। এর জন্য শাড়ি পরার প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ভারতের চাঁদনী চক, আনন্দ লোক, কারোল বাগ এবং নয়া দিল্লির সঙ্গম বিহারে সিনেমার শুটিং করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

হিন্দি মিডিয়াম সিনেমাটি পরিচালনা করছেন সকেত চৌধুরী। ইরফান খান ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন-সাবা কামার, অমৃতা সিং, যশপাল শর্মা, বিজয়কুমার দগরা প্রমুখ। আগামী ১২ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tuesday, March 21, 2017

রণবীরের ছয় রূপ


বলিউড অভিনেতা রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার হিরানির নির্মিতব্য ‘দত্ত’ সিনেমার শুটিং নিয়ে। এটি জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক।

মাথায় লম্বা চুল এবং সুঠাম দেহের অধিকারী রনবীরকে সম্প্রতি সিনেমাটির শুটিং সেটে দেখা যায়। ধারণা করা হয়,  এটি সঞ্জয় দত্তের ক্যারিয়ারের প্রথম দিকের অবস্থা বোঝাতেই এমন লুকে দেখা যাবে রনবীর কাপুরকে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, রণবীর কাপুরকে ‘দত্ত’ শিরোনামের সিনেমায় মোট ছয়টি ভিন্ন রূপে দেখা যাবে। যা সঞ্জয় দত্তের জীবনের  বিভিন্ন সময়কে উপস্থাপন করবে। ভারী চেহারা নিয়ে রনবীর সিনেমাটির শুটিং শুরু করেন। পরবর্তী শুটিংয়ের সময় তাকে আবার ওজন কমাতে হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রণবীর চলচ্চিত্রটির কাজ শুরু করে লম্বা চুল এবং তার ওজন বাড়িয়ে। দুই মাস পর তিনি আবার ওজন কমিয়ে শারীরিক গড়ন চিকন করেন। যা সঞ্জয় দত্ত অভিনীত প্রথম সিনেমা ‘রকি’-তে এমন লুকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, রনবীর এই চলচ্চিত্রে মোট ছয়টি চরিত্রে অভিনয় করছেন। এসব চরিত্রের জন্য রনবীরকে বেশ পরিশ্রমও করতে হচ্ছে বলে জানা গেছে।

সঞ্জয় অভিনীত ‘রকি’, ‘খলনায়ক’, ‘মুন্নাভাই এম বি বিএস’সহ কয়েকটি চলচ্চিত্র থেকে এই চরিত্রগুলো নেয়া হয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে সেই লুকগুলো এখনো প্রকাশ্যে আসেনি।

‘বাবা নয়, স্বামী হিসেবে বেশি ভালো’


দীর্ঘ বিরতি ভেঙে ‘হেচকি’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন রানী মুখার্জি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

জন্মদিন উপলক্ষে ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রানী। এ সময় রানীকে প্রশ্ন করা হয়, আপনি আবার কাজে ফিরছেন। তাই ব্যস্ততাও স্বাভাবিকভাবেই বাড়ছে। এদিকে মেয়ে আদিরা রয়েছে। আদিরার সঙ্গে আপনার স্বামী আদিত্য চোপড়ার সম্পৃক্ততা কেমন? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘আমার মনে হয় এটা দুজনের ক্ষেত্রে একই। কারণ আদি কাজ নিয়ে আরো বেশি ব্যস্ত থাকে। সম্ভবত এখন অফিস থেকে সে খুব তাড়াতাড়ি ফিরবে। কারণ সে বুঝতে পারছে তার মেয়ে তার জন্য প্রতিদিন অপেক্ষা করে। আদিরা ঘুমানোর আগেই যেন তার বাবা বাসায় ফিরে আমিও সে চেষ্টা করছি।’ 

‘আদিত্য সকালটা তার মেয়ের সঙ্গে কাটায়। সকালে হাঁটতে যাওয়া এবং নাস্তা একসঙ্গে করে। আমি তাদের পরস্পরকে আরো সম্পৃক্ত করতে চেষ্টা করছি। যাতে তাদের বন্ধনটা আরো দৃঢ় হয়।’ বলেন রানী।

এ সময় রানীকে প্রশ্ন করা হয় আদিত্য চোপড়া স্বামী না বাবা হিসেবে বেশি ভালো? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘বাবা নয় অবশ্যই স্বামী হিসেবে আদি বেশি ভালো। অন্তত এখন পর্যন্ত তাই আছে। আশা করছি, ভবিষ্যতেও তাই থাকবে। স্বাভাবিকভাবেই পুরুষরা ভালো বাবা হয় কিন্তু ভালো স্বামী হওয়াটা বেশি গুরত্বপূর্ণ। আমি চাই, সে ভালো স্বামী হিসেবে সারাজীবন থাকুক।’

একা থাকা খুব কঠিন : স্কারলেট


অভিনেত্রী স্কারলেট জোহানসন জানিয়েছেন, একা থাকা তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এর পূর্বে সে কখনই একা থাকেননি।

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রোমেইন ডাউরিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। আর এজন্য বর্তমানে একা থাকতে হচ্ছে ৩২ বছর বয়সি এই হলিউড তারকাকে। যা তার জন্য যথেষ্ট কষ্টের।

ইভেন্ট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক সব সময় একজন মানুষের জীবনকে প্রভাবিত করে।’

তিনি আরো বলেন, ‘আমি এখন উপলব্ধি করতে পারছি যে, বিগত কয়েক বছর আমি কখনই আসলে একা ছিলাম না, সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছিল। আর ঠিক এ কারণেই আমাকে এখন প্রতিনিয়ত শিখতে হচ্ছে কিভাবে শুধু নিজেকে নিয়ে একা থাকতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং। তবে এর মানে এই নয় যে, আমি এর আগে কখনই একা থাকিনি । কিন্তু এতদিনে আমি এটা উপলব্ধি করলাম যে, তখনও আমার জন্য অন্য কোথাও একজন ছিল।’

‘দ্য গোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রের এই অভিনেত্রী জানান, ঠিক এ কারণেই তিনি প্রায়ই সম্পর্কে জড়াতেন কারণ তিনি কখনই একা থাকতে চাইতেন না।

এ অভিনেত্রীর রোজ নামের দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

রনবীর-মাহিরার ভিডিও ভাইরাল



ভারতে পাকিস্তানি শিল্পীরা আপাতত নিষিদ্ধ। ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু তাতে দূরে নেই দুই দেশের অভিনয়শিল্পীরা। তারই প্রমাণ মেলেছে দুই দেশের শিল্পীদের উপস্থিতিতে। আর এ নিয়ে তোলপাড় অন্তর্জাল দুনিয়া।

গতকাল সোমবার রনবীর কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। এতে একসঙ্গে দেখা যায় বলিউড অভিনেতা রনবীর কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরে দরজার সামনে দাঁড়িয়ে রনবীর। তার সামনে দাঁড়িয়ে আছে লাল রঙের জামা পরিহিত মাহিরা খান। কোনো একটি বিষয় নিয়ে পরস্পর কথা বলছেন তারা। ভিডিওতে অডিও না থাকায় ঠিক বুঝা যায়নি কি বলছেন তারা।

জানা গেছে, গত রোববার দুবাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রনবীর-মাহিরা খান। এ সময়ই একফ্রেমে বন্দি হয়েছেন তারা। ভিডিওটি প্রকাশের পরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠে। এ ছাড়াও তাদের আরেকটি ভিডিও পরে প্রকাশিত হয়েছে। যেখানে দুজনকে হাসিমুখে দেখা যায়। ধারণা করা হচ্ছে, স্টেজে কোনো একটি দৃশ্যের জন্য তারা রিহার্সেল করছিলেন। তারই ভিডিও এগুলো।

যৌন হেনস্তার শিকার অভিনেত্রী


ভারতীয় টেলিভিশন অভিনেত্রী পাংখুরি। তার অভিনীত ‘কেয়া কসুর হ্যায় আমলা কা’ শিরোনামের নতুন নাটক খুব শিগগির প্রচার শুরু হবে। এতে একজন ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাংখুরি। এ সময় তার অভিনীত চরিত্র প্রসঙ্গে কথা বলেন তিনি। কথা প্রসঙ্গে পাংখুরি বলেন, ‘আমি দেশের অনেকগুলো শহরে থেকেছি। দিল্লি, চণ্ডীগড়, নয়ডা, বেঙ্গালুরুর মতো শহরে থাকার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, নগরজীবনে মেয়েরা খুব একটা নিরাপদ নয়।’

তিনি আরো বলেন, ‘আমিও নিজেও অনেক অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয়েছি। যখন দিল্লিতে থাকতাম তখন রোজ মেট্টোয় উঠে কলেজ যেতে হতো। তখন ভিড়ের মধ্যে আমার সঙ্গে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু ছোট ছিলাম তাই  প্রতিবাদ করার সাহস ছিল না।’

সম্প্রতি পাংখুরির সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমি বেঙ্গালুরু গিয়েছিলাম। কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার পরনে ছিল একটা শর্ট স্কার্ট। হঠাৎ খেয়াল করলাম, একটা লোক পেছন থেকে এসে আমার স্কার্টের তলায় হাত দিচ্ছে। লোকটা আমার উরু স্পর্শ করছিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে লোকটাকে টেনে একটা থাপ্পড় মারি।’  

লাঞ্ছনার প্রতিবাদ করতে পেরে গর্বিত পাংখুরি। তিনি আশা করেন, এভাবে চারিপাশে যদি মেয়েরা সরব হয়ে উঠে তা হলে নারীনিগ্রহের হার কমবে বলেও জানান পাংখুরি।

Saturday, March 11, 2017

‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন শাকিব খান


মিডিয়া স্টারস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তিনি এখন দেশের সিনেমার পাশাপাশি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।

খুব শিগগিরই ‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন তিনি। বলছি আশিকুর রহমান আশিকের ‘অপারেশন অগ্নিপথ’ শিরোনামের সিনেমার কথা। খুব শিগগিরই এ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিনেমাটির পরিচালক আশিকুর রহমান আশিক।


এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘অনেক দিন হয় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং ঝুলে আছে। শাকিব খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব শিগগিরই এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এবার প্রথমে বাংলাদেশের কিছু লোকেশনে এর দৃশ্যায়ন করব। পরে থাইল্যান্ডে এর শুটিং করা হবে।’

অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত শিবা আলী খান। এ ছাড়াও এতে অভিনয় করবেন- মিশা সওদাগর, টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে।

গত বছরের শুরুর দিকে রাজধানীর একটি অভিজাত হোটেল এ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। এ সিনেমার সংগীত পরিচালনা করবেন- ইমরান, নাভেদ, কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন- তানজিল ও ভারতের বাবা জাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এ দেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন আশিকুর রহমান ও কলকাতার শুভদেব রায়।

মিডিয়া স্টারস/ঢাকা/১১ মার্চ ২০১৭/নূর

এক দৃশ্যের জন্য তিন বছর অপেক্ষা




মিডিয়া স্টারস ডেস্ক :  রমেশ সিপ্পি পরিচালিত বলিউডের কালজয়ী সিনেমা শোলে। এতে জয় চরিত্রে অভিনয় করেছেন বিগ বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এ অভিনেতা জানান, শোলে সিনেমার একটি দৃশ্য শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছিলেন সিনেমাটির পরিচালক।

সম্প্রতি রমেশ সিপ্পি অ্যাকাডেমি অব সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, শোলের এই দৃশ্যটি হয়তো আপনার মনে আছে, যেখানে জয়া (বচ্চন) বারান্দায় বাতি জ্বালাচ্ছিলেন এবং আমি বাইরে হারমোনিকা বাজাচ্ছিলাম।

দৃশ্যটির শুটিংয়ের জন্য এক বিশেষ আলোর প্রয়োজন ছিল। আমাদের চিত্রগ্রাহক দ্বারকা দিবেচা সূর্যাস্তের সময় শুটিং করতে চেয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন না রমেশ জি প্রায় তিন বছর অপেক্ষার পর দৃশ্যধারণ করতে সক্ষম হয়েছিলেন।

৭৩ বছর বয়সি এ অভিনেতা আরো বলেন, আমরা যতবারই দৃশ্যটির শুটিং করতে গেছি ততবারই আলো নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতো। রমেশ জি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ঠিক মতো আলো না পাওয়া যাবে আমরা শুটিং করব না। আমরা ওই দৃশ্যটির শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছি।

মিডিয়া স্টারস/ঢাকা/১১ মার্চ ২০১৭/নূর

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates