Featured

Wednesday, April 12, 2017

অন্য নারীর জন্য কিমকে ছাড়ছেন স্বামী!




মহব্বতে
 সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী কিম শর্মা। প্রেম, বিয়েসহ বিভিন্ন কারণে অতীতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কিম শর্মার।

২০১০ সালে কেনিয়ান ব্যবসায়ী টাইকুন আলী পাঞ্জানির সঙ্গে কিমের বিয়ে হয়। এরপর গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন কিম শর্মা। এখন গুঞ্জন উঠেছে, বিয়ের সাত বছর পর অন্য এক নারীর জন্য কিম-আলীর ঘর ভাঙছে।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কিম। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সম্পূর্ণ বাজে কথা। আমি এ সকল বাজে বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

আলীকে বিয়ের আগে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ২০১০ সালে কেনিয়ার মোম্বাসায় আলীকে বিয়ে করেন এ অভিনেত্রী। মহব্বতে ছাড়াও তুমসে আচ্ছা কৌন হ্যায়, ফিদা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘রংবাজ’-এ বুবলীর পরিবর্তে অপু!



 ‘রংবাজ’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। সম্প্রতি এ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলীর নাম ঘোষণা করা হয়। তার একদিন পরই ঢালিউড কুইন অপু বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, শাকিব খানের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়েছে অপুর। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেন বুবলীও।

কিন্তু আজ মঙ্গলবার দুপুর গড়াতেই পাল্টে গেছে দৃশ্যপট। শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছেন। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, ‘রংবাজ’ সিনেমায় বুবলীর স্থানে অপু বিশ্বাস অভিনয় করবেন। এ ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনইচ্ছুক রাইজিংবিডিকে বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়া হচ্ছে। বুবলীর পরিবর্তে অপুকে নেয়া হবে। তবে অপুকে এখনো সাইনিং করানো হয়নি।’’

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। এতে শাকিব খান ও বুবলী কাজ করবেন।’’

‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু হতে কিছুদিন বিলম্ব হবে বলে সূত্রটি জানিয়েছেন। এ সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে ‍মুক্তি দেয়া হবে। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে  বলেও জানা যায়।

স্বস্তিকা-সুমনের বিচ্ছেদ?



টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পরিচালক সুমনের সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কিছুদিন ধরে খবর শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে যাচ্ছে এই জুটির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমনের ঘন-ঘন ছেলের কথা, ছেলের ছবি আপলোড করা। ‘অসমাপ্ত’ সিনেমার প্রিমিয়ার শোয়ে স্বস্তিকার অনুপস্থিতি। স্বস্তিকার দীর্ঘদিন মুম্বাই না থাকাসহ নানা যুক্তি দেখানো হচ্ছে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে।

ফেসবুকে স্বস্তিকার সঙ্গে তার এক বন্ধুর ছবি দেখে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এতে বলা হয়, ছোটবেলার এই বন্ধুর সঙ্গেই নাকি স্বস্তিকা এখন প্রেম করছেন! তারপর তাদের বিচ্ছেদের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। যদিও এতদিন এ বিষয়ে কেউ-ই মুখ খোলেননি। সম্প্রতি এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেন স্বস্তিকা-সুমন।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, তাদের বিচ্ছেদের পুরোটাই গুজব। সুমন ‘অসমাপ্ত’ সিনেমার স্ক্রিনিংয়ের জন্য এখন আমেরিকায়। তবে নিয়মিত স্বস্তিকার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। ঘনিষ্ঠ মহলে সুমন নাকি মজা করেই বলছেন, ‘আগে লোকে ঝগড়া করে বাপের বাড়ি যেত, এখন বন্ধুর বাড়ি যায়। ঝগড়া মানেই কি বিচ্ছেদ নাকি?’

মাঝে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল এ খবর সত্যি কিন্তু দুজন পরিণত মানুষের মতো তা মিটিয়েও নিয়েছেন। সাড়ে তিন বছরের এই সম্পর্কে কোথাও যে কোনো চিড় ধরেনি তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এমনকি, স্বস্তিকার বাড়িতেও এই সম্পর্ককে সহজভাবেই নেওয়া হয়েছে। ভালোবাসার খুঁটি শক্ত বলেই বিরোধ মিটেছে তাদের।

এদিকে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন স্বস্তিকা। যার কারণে কাজ ছাড়া মিডিয়ার সঙ্গে অকারণে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ এই নায়িকা। তবে এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘সুমন অন্য নায়িকাকে নিয়ে সিনেমা করতে পারে, তিনিও যেমন ভালো চরিত্র পেলে অন্য পরিচালকের সঙ্গে কাজ করেন। আর ভবিষ্যতেও করবেন। এরপরও সুমন-স্বস্তিকা সম্পর্ক নিয়ে এত জল্পনার কি আদৌ কোনো প্রয়োজন আছে?’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী স্বস্তিকার সঙ্গে বিয়ে হয়েছিল বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের। খুব অল্প বয়সে কন্যাসন্তানের মাও হয়েছিলেন তিনি। কিন্তু তার এ সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়ে থাকেন স্বস্তিকা।

এরপরই মূলত শুরু হয় স্বস্তিকার সিনেমা ক্যারিয়ার। ‘এক আকাশের নীচে’, ‘এই তো জীবন’ তারপর ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘উৎসব’-এর মধ্য দিয়ে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান স্বস্তিকা।

তবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ নিয়ে সিনেমা নির্মাণের সময় সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্বস্তিকার।

‘জয়ের মতোই আমাকে একটা বেবি দিও’



সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান আব্রাহাম খান জয়।

সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু তাদের বিয়ে, সন্তান ও সংসার নিয়ে খোলামেলা কথা বলেছেন। এবং প্রথমবারের মতো জয়কে সামনে নিয়ে আসেন অপু। এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

শাকিব-অপু দম্পতির ফুটফুটে সন্তানকে দেখে অনেকে আবেগ প্রকাশ করেছেন। বাদ যাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নিয়ে মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন: ‘‘আমি প্রতিদিন আল্লাহকে বলব, ‘তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। অত্ত মায়া, অত্ত নিষ্পাপ চোখের একটা জয় দিও।’’

শাকিব অপুর বরফ গলছে



বর্তমান সময়ের টক অব দ্য টাউন শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। এ নিয়ে জল ঘোলা কম হয়নি। গতকাল ১০ এপ্রিল সংবাদ মাধ্যমে শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর থেকে শাকিব খান সন্তান আব্রাহাম জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপুকে মানবেন না বলে জানা যায়। শাকিব আরো বলেন, অপুকে তিনি বিয়ে করেননি। এদিকে বিষয়টির সঠিক সমাধান চাচ্ছেন অপু।

তবে আশার বাণী হচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বরফ গলতে শুরু করেছে। আজ ১১ এপ্রিল অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে এমনই ঈঙ্গিত দিয়েছেন অপু। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এখন বাসা থেকে বের হবো কিন্তু বাসার নিচে মিডিয়ার গাড়ি। দেখুন আমরাও সামাজিক মানুষ। আমাদের এতটা ছোট করা উচিৎ না। আমাদেরও তো পরিবার-পরিজন রয়েছে। এজন্যই শাকিব বিয়ের কথা বলতে না করতো।’

বিয়ের বিষয়টি কি আপোস হয়ে যাবে বলে মনে করছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, হান্ড্রেড পার্সেন্ট যাবে। কেন যাবে না? সব কিছু আপোস হয়ে যাবে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এটা আমার স্বামী সন্তান ও আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে অ্যাড হয়েছে মিডিয়া। এর বাইরে আর কাউকে এসবের মধ্যে যুক্ত করতে চাই না।

গতকালের বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এমন প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, অবশ্যই পজেটিভলি দেখছি। পরিবারের মধ্যে ঝগড়া হবেই। কিন্তু আমাদের বিষয়টা মিডিয়ার মাধ্যমে হয়েছে। ঝগড়াও যেমন হয়েছে তেমনি মিলনও হবে।

এদিকে এরই মধ্যে শাকিব খানও অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, অপু আমার স্ত্রী ও আব্রাহাম খান জয় আমার সন্তান। যদিও কাল তিনি অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নেননি। যাই হোক, শেষ পর্যন্ত এমন সংবাদে খুশি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates