Friday, March 10, 2017

বিপাশা বসুর খোলা চিঠি

বিপাশা বসু

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ইন্ডিয়া-পাকিস্তান ফ্যাশন শোতে পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী বিপাশা বসুর। অনুষ্ঠানে যোগ দিতে স্বামীকে নিয়ে সেখানে হাজিরও হয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে পারফর্ম করতে অস্বীকৃতি জানান তিনি। পরবর্তীতে বিপাশার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন আয়োজকরা।

এর আগে এ বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘১৫ বছর আপনি অপেশাদারভাবে কোনো ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আপনি টিকে রয়েছেন কারণ আপনি স্বচ্ছ এবং আপনার আত্মসম্মান আছে।’

এবার এ প্রসঙ্গে এক খোলা চিঠিতে বিপাশা লিখেছেন, ‘কয়েকটি শর্তে সম্মতিতে এই চুক্তি হয়েছিল। কিন্তু যখন আমি সেখানে (লন্ডনে) অবতরণ করলাম, লক্ষ্য করলাম আয়োজকরা আমার ম্যানেজারকে নিশ্চিত করা সত্বেও তাদের পক্ষ থেকে চুক্তির বিষয়ে কোনো খেয়াল রাখছে না। আমি এতটা খারাপ ব্যবহার কখনো পাইনি। আমার কাছে আত্মসম্মানবোধটাই সবচেয়ে বড় এবং কোনো মানসিক চাপ বা লাঞ্ছনার শিকার হতে রাজি নই। তারা চুক্তির বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে চেয়েছে কিন্তু তাদের পক্ষ থেকে শর্ত খেলাপ করেছে।’

আয়োজকরা দাবি করেছেন বিপাশার ভ্রমণ খরচ বাদে তাদের প্রায় ৭ হাজার ৮০০ পাউন্ড ক্ষতি হয়েছে। কিন্তু এ অভিনেত্রী তা অস্বীকার করেছেন। বিপাশা লিখেন, ‘গুঞ্জনের বিষয়ে বলতে চাই, আমরা সেখানে নামার সঙ্গে সঙ্গেই নিজেদের হোটেল বুক করি এবং ভ্রমণের বিষয়টি রিবুক করি। বলিউড ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে আমি কখনো এরকম ঘটনার সম্মুখীন হইনি। তবে কোনো প্রকার ঝামেলা না করে শান্ত থাকি এবং অনুষ্ঠান থেকে সরে দাঁড়ায়।’

তার এ বিষয়টি অনেকের মনে কষ্ট দিতে পারে স্বীকার করে তিনি জানান, ‘আমি বিশ্বাস করি আমাদের সবার আত্মসম্মান রক্ষা করার এবং অসম্মান হয় এমন পরিস্থিতি থেকে সরে আসার অধিকার রয়েছে। যখন শর্ত না মিলে তখন তা থেকে বের হয়ে আসাটা স্বাভাবিক এবং পেশাদার ব্যাপার।’

বিপাশা মনে করেন তারকারা সবার অভিযোগের শিকার হন এবং তাদের সম্পর্কে নানা কথা লেখা হয়। ‘আমি আশা করছি যা লেখা হয় তার বিরোধীতা করার সময় বুঝেশুনে বিচার করবেন।’ লেখেন বিপাশা।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates