Wednesday, April 12, 2017

অন্য নারীর জন্য কিমকে ছাড়ছেন স্বামী!




মহব্বতে
 সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী কিম শর্মা। প্রেম, বিয়েসহ বিভিন্ন কারণে অতীতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কিম শর্মার।

২০১০ সালে কেনিয়ান ব্যবসায়ী টাইকুন আলী পাঞ্জানির সঙ্গে কিমের বিয়ে হয়। এরপর গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন কিম শর্মা। এখন গুঞ্জন উঠেছে, বিয়ের সাত বছর পর অন্য এক নারীর জন্য কিম-আলীর ঘর ভাঙছে।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কিম। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সম্পূর্ণ বাজে কথা। আমি এ সকল বাজে বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

আলীকে বিয়ের আগে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ২০১০ সালে কেনিয়ার মোম্বাসায় আলীকে বিয়ে করেন এ অভিনেত্রী। মহব্বতে ছাড়াও তুমসে আচ্ছা কৌন হ্যায়, ফিদা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates