Monday, May 1, 2017

‘সুস্মিতার কারণে সংসার ভেঙেছিল’


মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই সংসার ভেঙেছিল বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি বিক্রম ভাট এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিল। সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে। শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্কও টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এ সব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিল।

নির্মাতা বিক্রম ভাট একটি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের রসদ তিনি তার জীবন থেকেই নিয়েছেন। তবে এ বইয়ে সুস্মিতার কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন বিক্রম।


মিডিয়া স্টারস অনলি/১ মে ২০১৭/একেএ

1 comment:

  1. Best casino-resort-in-the-united-states 2021-10-10
    In fact, there 동두천 출장안마 are not any casinos 태백 출장안마 in the United States 화성 출장샵 that offer gambling in the United States 문경 출장안마 that 광명 출장마사지 accept American players. The United States has a

    ReplyDelete

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates