Saturday, March 4, 2017

সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর


বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। নানা কারণেই আলোচনায় থাকেন এই অভিনেতা। বিপদ যেন তার নিত্য সঙ্গী। সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সাংবাদিকরা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভূমি’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। আগ্রার তাজমহলের ভিভিআইপি লেনে চলছে এ সিনেমার শুটিং। এতে অংশ নিয়েছেন সঞ্জয়। এ সময় শুটিং সেটে বেশ ভিড় জমে যায়। তখন সাংবাদিকরা সঞ্জয়ের ছবি তুলতে গেলে তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিকরা। তারপর সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, সঞ্জয় দত্ত এবং প্রযোজকদের নির্দেশে তাদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে তাদের গালিগালাজও করেছেন তারা।

ভারতের আগ্রার লাল কেল্লা, চম্বল, ধলপুর, তাজগঞ্জ, মেহতাববাগ এবং কিনারি বাজার এলাকায় ভূমি সিনেমাটির শুটিং করা হবে। পুরো সিনেমাটির জন্য ৫০ দিন শিডিউল নির্ধারণ করা হয়েছে। সিনেমায় সঞ্জয় দত্তকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates