Tuesday, March 7, 2017

এবার রিয়াজের প্রেমে প্রভা!


বড় পর্দায় খুব বেশি দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মায়া’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নাটকটি রচনা করেছেন শিমুল শিশির। গত ৪ মার্চ থেকে কক্সবারে শুটিং শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক মিনহাজুল ইসলাম।

এ প্রসঙ্গে মিনহাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘মায়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রভা। এতে প্রভা ও রিয়াজ ভাইয়ের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। একটা সময় প্রভার পরিবার জানতে পেরে প্রভাকে অন্যত্র নিয়ে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। দীর্ঘ বিশ বছর পর প্রভা তার স্বামীকে নিয়ে কক্সবাজার আসেন। এমন সময় রিয়াজের সঙ্গে প্রভার দেখা হয়। এভাবেই এর গল্প এগিয়ে গেছে।’’

বেসরকারি দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। তবে কবে নাগাদ প্রচার শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন জান্নাতুল টুম্পা।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates