Thursday, March 9, 2017

প্রথমবারের মতো জন-তামান্না

জন আব্রাহাম ও তামান্না ভাটিয়া


প্রথমবারের মতো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম চোর নিকাল কে ভাগা

এ সিনেমাতে পুলিশের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। অন্যদিকে তামান্না একজন বিমানবালার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। সিনেমায় তামান্নার চরিত্রটি সম্পর্কে প্রযোজক প্রেরণা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘তামান্নার সঙ্গে জনের রোমান্টিক কোনো সম্পর্ক থাকবে না। সিনেমায় অন্য একজন নায়ক আছেন, তার সঙ্গে তার প্রেম থাকবে। এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র এবং এর সঙ্গে অনেক মনস্তাত্বিক বিষয় জড়িত রয়েছে।’

সিনেমাটি প্রযোজনা করছেন প্রেরণা আরোরা, জন, অর্জুন এন কাপুর এবং রাজকুমার গুপ্তা। আর সিনেমাটি পরিচালনা করবেন অমর কৌশিক। এর আগে নো ওয়ান কিলড জেসিকাঘানচক্কর সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

জন আব্রাহমকে সর্বশেষ দেখা গেছে ফোর্স-টু সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। অন্যদিকে তামান্নার সর্বশেষ সিনেমা কাত্থি সান্দাই। বহুল প্রতীক্ষিত বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় দেখা যাবে তাকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates