Sunday, March 26, 2017

শাড়িতে কেন ইরফান?


জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সিনেমায় এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।

ইরফান খানের পরবর্তী সিনেমা হিন্দি মিডিয়াম। বর্তমানে চলছে সিনেমাটির শুটিং। আর এ সিনেমার শুটিংয়ের প্রয়োজনেই নিজের শরীরে শাড়ি জড়িয়েছেন এ অভিনেতা।

সিনেমায় শাড়ির দোকানের মালিকের চরিত্রে অভিনয় করছেন ইরফান। ক্রেতাদের শাড়ি দেখানোর দৃশ্য করতে গিয়ে শরীরে শাড়ি জড়িয়েছেন। এর জন্য শাড়ি পরার প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ভারতের চাঁদনী চক, আনন্দ লোক, কারোল বাগ এবং নয়া দিল্লির সঙ্গম বিহারে সিনেমার শুটিং করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

হিন্দি মিডিয়াম সিনেমাটি পরিচালনা করছেন সকেত চৌধুরী। ইরফান খান ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন-সাবা কামার, অমৃতা সিং, যশপাল শর্মা, বিজয়কুমার দগরা প্রমুখ। আগামী ১২ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates