Sunday, March 26, 2017

সোনমের পোশাক নিলামে


বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। বিভিন্ন অনুষ্ঠানে নিত্যনতুন পোশাক পরে হাজির হন তিনি। এবার নিলামে উঠছে এই অভিনেত্রীর পোশাক।

সোনমের প্রায় এক ডজন পোশাক নিলামে তোলা হবে। সঙ্গে নিলাম হবে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ। তবে মহৎ উদ্দেশ্যেই এগুলো নিলাম করা হবে। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা দান করা হবে দাতব্য সংস্থাতে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছেন সোনম। এর মধ্যে ২০১৬ সাল থেকে কাডলস ফাউন্ডেশনের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। সংস্থাটি ক্যানসার আক্রান্ত ও অনাহারি  শিশুদের নিয়ে কাজ করেন। এ সংস্থাতেই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ফ্যাশন জগতে তিনি একটি পরিচিত নাম। তাই নিলাম থেকে ভালো অর্থই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’

সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নীরজা। সঞ্জয় দত্তের বায়োপিক দত্ত সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া প্যাডম্যান ও বীরে দি ওয়েডিং সিনেমায় দেখা যাবে তাকে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates