Tuesday, March 21, 2017

রনবীর-মাহিরার ভিডিও ভাইরাল



ভারতে পাকিস্তানি শিল্পীরা আপাতত নিষিদ্ধ। ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু তাতে দূরে নেই দুই দেশের অভিনয়শিল্পীরা। তারই প্রমাণ মেলেছে দুই দেশের শিল্পীদের উপস্থিতিতে। আর এ নিয়ে তোলপাড় অন্তর্জাল দুনিয়া।

গতকাল সোমবার রনবীর কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। এতে একসঙ্গে দেখা যায় বলিউড অভিনেতা রনবীর কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরে দরজার সামনে দাঁড়িয়ে রনবীর। তার সামনে দাঁড়িয়ে আছে লাল রঙের জামা পরিহিত মাহিরা খান। কোনো একটি বিষয় নিয়ে পরস্পর কথা বলছেন তারা। ভিডিওতে অডিও না থাকায় ঠিক বুঝা যায়নি কি বলছেন তারা।

জানা গেছে, গত রোববার দুবাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রনবীর-মাহিরা খান। এ সময়ই একফ্রেমে বন্দি হয়েছেন তারা। ভিডিওটি প্রকাশের পরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠে। এ ছাড়াও তাদের আরেকটি ভিডিও পরে প্রকাশিত হয়েছে। যেখানে দুজনকে হাসিমুখে দেখা যায়। ধারণা করা হচ্ছে, স্টেজে কোনো একটি দৃশ্যের জন্য তারা রিহার্সেল করছিলেন। তারই ভিডিও এগুলো।




ভিডিও

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates