Tuesday, March 21, 2017

একা থাকা খুব কঠিন : স্কারলেট


অভিনেত্রী স্কারলেট জোহানসন জানিয়েছেন, একা থাকা তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এর পূর্বে সে কখনই একা থাকেননি।

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রোমেইন ডাউরিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। আর এজন্য বর্তমানে একা থাকতে হচ্ছে ৩২ বছর বয়সি এই হলিউড তারকাকে। যা তার জন্য যথেষ্ট কষ্টের।

ইভেন্ট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক সব সময় একজন মানুষের জীবনকে প্রভাবিত করে।’

তিনি আরো বলেন, ‘আমি এখন উপলব্ধি করতে পারছি যে, বিগত কয়েক বছর আমি কখনই আসলে একা ছিলাম না, সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছিল। আর ঠিক এ কারণেই আমাকে এখন প্রতিনিয়ত শিখতে হচ্ছে কিভাবে শুধু নিজেকে নিয়ে একা থাকতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং। তবে এর মানে এই নয় যে, আমি এর আগে কখনই একা থাকিনি । কিন্তু এতদিনে আমি এটা উপলব্ধি করলাম যে, তখনও আমার জন্য অন্য কোথাও একজন ছিল।’

‘দ্য গোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রের এই অভিনেত্রী জানান, ঠিক এ কারণেই তিনি প্রায়ই সম্পর্কে জড়াতেন কারণ তিনি কখনই একা থাকতে চাইতেন না।

এ অভিনেত্রীর রোজ নামের দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates