Thursday, March 9, 2017

হ্যাঙ্কস-স্ট্রিপের প্রথম

মেরিল স্ট্রিপ ও টম হ্যাঙ্কস

হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও অভিনেত্রী মেরিল স্ট্রিপ। প্রথমবারের মতো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় এ দুই তারকা অভিনয় শিল্পী।

হিস্ট্রি-ড্রামা ঘরানার এ সিনেমাটির নাম দ্য পোস্ট। সিনেমাটি পরিচালনা করবেন আরেক খ্যাতনামা নির্মাতা স্টিভেন স্পিলবার্গ।

১৯৭১ সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকার পেন্টাগন পেপার কভারেজের ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেগুলো প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ঘটনাটি সে সময় বেশ আলোচিত হয়েছিল। সিনেমায় পত্রিকার সম্পাদক বেন ব্র্যাডলির ভূমিকায় অভিনয় করবেন দুইবার অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। আর প্রকাশক ক্যাথরিন গ্রাহামের ভূমিকায় থাকবেন তিনবার অস্কার জয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। 

এর আগে স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান, দ্য টার্মিনাল এবং ব্রিজ অব স্পাইস সিনেমায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। অন্যদিকে এ নির্মাতারা কোনো সিনেমায় অভিনয় না করলেও এ.আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন মেরিল স্ট্রিপ।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates