Thursday, March 9, 2017

শিরিন শিলার ‘প্রেমের কেন ফাঁসি’

শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা। ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়া বিবি রাজি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় নাম লেখালেন। গত ৭ মার্চ আবু সুফিয়ান পরিচালিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানান শিরিন শিলা।

এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, “দুদিন আগেই ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুণ। এতে আমার বিপরীতে অভিনয় করবেন সাইফ খান। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

শিরিন শিলা বর্তমানে ছটকু আহমেদ পরিচারিত ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে ও রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমায় সম্রাটের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates