Tuesday, March 7, 2017

যশের প্রেমে মশগুল নুসরাত (ভিডিও)


মিড লং শট, হলুদ রঙের একটি স্কুটি পিচ ঢালা পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছে। উদাস মনে স্কুটিটি চালাচ্ছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।

পরের দৃশ্যে দেখা যায়, এক যুবককে অল্প মারধর করছেন যশ। এমন দৃশ্য দেখে বেশ রেগে গিয়ে যশকে থামাতে যায় নুসরাত। কিন্তু পরবর্তীতে বুঝতে পারে লোকটিকে মেরে ভালোই করেছে সে। কিন্তু ততক্ষণে নুসরাতের উপর যথেষ্ট বিরক্ত যশ। তারপর থেকেই যশের প্রেমে মশগুল নুসরাত। এমন দৃশ্য দেখা যায় ‘আলাদীন’ শিরোনামের গানের দৃশ্যে।

কলকাতার ‘ওয়ান’ শিরোনামের সিনেমায় ব্যবহৃত হয়েছে ‘আলাদীন’ গানটি। প্রসেনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শালমালি খোলগাড়ে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। পুরো গানজুড়ে রোমান্টিক গল্পের একাংশ দেখা যায়।

‘ওয়ান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিরসা দাস গুপ্তা। যশ-নুসরাত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ।


দেখুন : ‘আলাদীন’ গানটি

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates