Tuesday, March 7, 2017

দীপিকাকে প্রিয়াঙ্কা ভেবে ভুল (ভিডিও)


অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে পরিচিত হলেও হলিউডে নতুন মুখ এ অভিনেত্রী। যদিও এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার জন্য অনেক প্রচারণা চালিয়েছেন তিনি। এমনকি হাজির হয়েছেন কয়েকটি হলিউড অ্যাওয়ার্ডের রেড কার্পেটে। কিন্তু এখনো প্রিয়াঙ্কার সঙ্গে দীপিকাকে গুলিয়ে ফেলছে বিদেশি মিডিয়াগুলো।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পৌঁছালে দীপিকার ছবি নেওয়ার জন্য ভিড় করেন পাপারাজ্জিরা। কিন্তু তারা পদ্মাবতী অভিনেত্রীকে ‘হ্যালো প্রিয়াঙ্কা’ বলে সম্বোধন করেন। তবে এ নিয়ে কোনো প্রতিবাদ করেননি দীপিকা। বরং পুরো সময়টাতে তিনি শান্ত ছিলেন। তিনি চুপচাপ গাড়িতে যান এবং বিমানবন্দর ত্যাগ করেন।

তবে দীপিকা এবারই প্রথম এমন ঘটনার মুখোমুখি হলেন তা কিন্তু নয়। এর আগে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার প্রচারণার সময় দীপিকাকে প্রিয়াঙ্কা ভেবে ভুল করেছিল মিডিয়া।


ভিডিও:
 

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates