Thursday, March 9, 2017

কতটুকু দেখানো যাবে (ভিডিও)

স্বারা ভাস্কর ও তাপসী পান্নু

খোলা পোশাকের কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় নারীদের। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রীদের পোশাক নিয়ে প্রায়ই কথা শুনতে হয়। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে দিশা পাটানি পোশাকের জন্য সমালোচিত হয়েছেন তারা।

সম্প্রতি ইউটিউবে নারীদের পোশাক কেমন হবে, বক্ষ বিভাজিকা কতটুকু দেখানো যাবে তা নিয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে অভিনেত্রী স্বারা ভাস্কর ও তাপসী পান্নুকে।

‘হাউ মাচ ক্লিভেজ ইজ গুড ক্লিভেজ’ শিরোনামের এই ভিডিওতে দেখা গেছে বিভিন্ন পরিবেশে যেমন-পার্টিতে, অফিসে, জনসম্মুখে অথবা ভিড়ের মধ্যে নারীরা কতটুকু বক্ষ বিভাজিকা দেখাবেন তা নিয়ে কথা বলছেন তারা। তবে ভিডিওটিতে নারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন এ দুই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে গেছে।

এদিকে সিনেমার কাজের দিক থেকে স্বারা ভাস্করের পরবর্তী সিনেমা আনারকলি অব আরাহ। অভিনাশ দাশ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ মার্চ। অন্যদিকে তাপসীর পরবর্তী সিনেমা নাম শাবানা। শিবম নায়ার পরিচালিত সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। ৩১ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


ভিডিও………….

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates