Tuesday, March 21, 2017

‘বাবা নয়, স্বামী হিসেবে বেশি ভালো’


দীর্ঘ বিরতি ভেঙে ‘হেচকি’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন রানী মুখার্জি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

জন্মদিন উপলক্ষে ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রানী। এ সময় রানীকে প্রশ্ন করা হয়, আপনি আবার কাজে ফিরছেন। তাই ব্যস্ততাও স্বাভাবিকভাবেই বাড়ছে। এদিকে মেয়ে আদিরা রয়েছে। আদিরার সঙ্গে আপনার স্বামী আদিত্য চোপড়ার সম্পৃক্ততা কেমন? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘আমার মনে হয় এটা দুজনের ক্ষেত্রে একই। কারণ আদি কাজ নিয়ে আরো বেশি ব্যস্ত থাকে। সম্ভবত এখন অফিস থেকে সে খুব তাড়াতাড়ি ফিরবে। কারণ সে বুঝতে পারছে তার মেয়ে তার জন্য প্রতিদিন অপেক্ষা করে। আদিরা ঘুমানোর আগেই যেন তার বাবা বাসায় ফিরে আমিও সে চেষ্টা করছি।’ 

‘আদিত্য সকালটা তার মেয়ের সঙ্গে কাটায়। সকালে হাঁটতে যাওয়া এবং নাস্তা একসঙ্গে করে। আমি তাদের পরস্পরকে আরো সম্পৃক্ত করতে চেষ্টা করছি। যাতে তাদের বন্ধনটা আরো দৃঢ় হয়।’ বলেন রানী।

এ সময় রানীকে প্রশ্ন করা হয় আদিত্য চোপড়া স্বামী না বাবা হিসেবে বেশি ভালো? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘বাবা নয় অবশ্যই স্বামী হিসেবে আদি বেশি ভালো। অন্তত এখন পর্যন্ত তাই আছে। আশা করছি, ভবিষ্যতেও তাই থাকবে। স্বাভাবিকভাবেই পুরুষরা ভালো বাবা হয় কিন্তু ভালো স্বামী হওয়াটা বেশি গুরত্বপূর্ণ। আমি চাই, সে ভালো স্বামী হিসেবে সারাজীবন থাকুক।’

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates