Friday, March 10, 2017

আহত ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ


রণবীর কাপুরের বিপরীতে জাগ্গা জাসুস সিনেমার শেষ অংশের শুটিং করতে গিয়ে সিনেমার সেটে আহত হয়েছেন ক্যাটরিনা কাইফ।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাগ্গা জাসুস সিনেমার শুটিং করতে গিয়ে পড়ে যান ক্যাটরিনা। এতে ঘাড়ে ব্যথা পান তিনি। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে ক্যাটরিনার মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, জাগ্গা জাসুস সিনেমার শুটিং সেটে আহত হওয়ায় ক্যাটরিনা জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন না। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং কোনো প্রকার শ্রমসাধ্য কাজ করতে নিষেধ করেছেন। ক্যাটরিনা খুবই হতাশ কারণ আহত হওয়ার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং খুব শিগগিরই আবার কাজ শুরু করবেন।


0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates